এ বারেও তার অন্যথা হয়নি। বহু প্রতীক্ষিত রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ চলে এল এ দেশের বাজারে।
ক্লাসিক ৩৫০ এবং মেটেওর ৩৫০-তে যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে, এটিতেও রয়েছে সেই একই ৩৪৯ সিসি এয়ার-কুলড ইঞ্জিন।
সর্বাধিক ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম পিক টর্ক দিতে পারে। সঙ্গে রয়েছে ৫-স্পিড গিয়ারবক্স।
এই বাইকে রয়েছে টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যাতে রয়েছে একটি ট্রিপার ন্যাভিগেশন।
হান্টার ৩৫০ জে সিরিজ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হলেও অন্যান্য মডেলের তুলনায় ছোট হুইলবেস দেওয়া হয়েছে এতে।
১৮১ কেজি ওজনের এই বাইকের সর্বাধিক গতি ঘণ্টায় ১১৪ কিমি। ফুয়েল ট্যাঙ্ক ১৩ লিটারের।
দুটি ট্রিমে লঞ্চ করা হয়েছে এই নতুন বাইক – হান্টার মেট্রো ও হান্টার রেট্রো। ডুয়াল কালার লিভারির সাথে কাস্ট অ্যালয় ও টিউবলেস টায়ার রয়েছে হান্টার মেট্রোতে।
এতে ট্যাঙ্কে গ্রাফিক্স রয়েছে। অন্য দিকে, ১৭ ইঞ্চি স্পোকড অ্যালয় রয়েছে হান্টার রেট্রোতে। ৩০০ এমএম ফ্রন্ট ডিস্ক ব্রেক ও সিঙ্গল চ্যানেল এবিএস সহ ড্রাম ডিস্ক রয়েছে পিছনে।
এ ছাড়াও যে বিষয়টি নজর কেড়েছে, তা হল একটি ডিজিটাল বা অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে এই বাইকে।
আমরা জানি রয়্যাল এনফিল্ড মানেই অ্যাক্সেসরিজের প্রাচুর্য। এ ক্ষেত্রেও রয়েছে সেই চেনা ছন্দ।
ইঞ্জিন গার্ড, এলইডি টার্ন ইন্ডিকেটর, সাম্প গার্ড, টিন্টেড ফ্লাই স্ক্রিন, ট্যুরিং মিরর, বার এন্ড মিরর, ব্যাক রেস্ট, পেনিয়ার্স ও পেনিয়ার রেল রয়েছে এই মডেলটিতে।
ডুয়াল ফিনিশ টোন এবং স্পোর্টিং লুকের জন্য এই বাইকের দিকে ঝুঁকছে তরুণ প্রজন্ম।
এই পুজোয় প্রাণ খুলে উপভোগ করুন রয়্যাল এনফিল্ডের আভিজাত্য। পছন্দ হলে কিনে ফেলুন এনফিল্ড হান্টার ৩৫০।