interior

Spring Decor: বসন্ত জাগ্রত ঘরে! শহরের মরসুমি রং লাগুক আপনার অন্দরেও

রং বদলাচ্ছে শহর। তাই ঘরের ভিতরটাও সেই অনুযায়ী বদলে ফেলার পালা। এ সময়ে কী করে সাজাবেন ঘর জেনে নিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ ১০:১০
Share:

বসন্তে যদি ঘরের সাজ বদলাতে চান, তা হলে প্রথম এবং সবচেয়ে সহজ উপায় ফুল

শীত যাই যাই করছে। ‘বসন্ত প্রায় এসে গেছে’ বললেই চলে। এ সময়ে ধীরে ধীরে রং বদলায় শহর। রুক্ষ ধূসর রঙের শহর হঠাৎই ভরে যায় কমলা-হলুদ কৃষ্ণচুড়ায়। পলাশ-শিমুলও ধীরে ধীরে উঁকি মারে। সেই রং লাগে সকলের মনে। তবে এখানেই থেমে থাকবেন না। বসন্তের রং আনুন ঘরের ভিতরেও।

Advertisement

বসন্তে যদি ঘরের সাজ বদলাতে চান, তা হলে প্রথম এবং সবচেয়ে সহজ উপায় ফুল। নানা রকমের রঙের ফুল দিয়ে ঘরের কোণ রাঙিয়ে তুলুন। সুন্দর ফুলদানিতে রাখতেই পারেন। আবার কোনও পুরনো কাচের শিশি বা বোতলেও রাখতে পারেন। সেন্টার টেবিল, কোণের টেবিল, বাথরুম, সাজের টেবিল কিংবা বইয়ের তাকের এক কোণে ফুল রেখে দিন। বা়ড়ি থেকে কাজ করার সময়ে আপনার মনও ভাল হয়ে যাবে।

বসন্ত প্রায় এসে গেছে’ বললেই চলে।

দ্বিতীয় যে উপায়ে বসন্তের সাজ ঘরে আনবেন, তা হল পরদা-কুশন-বিছানার চাদরে। নানা রকম রঙিন চাদর বা কুশন কভার পাতুন। টেবিলের কভারও বদলে ফেলতে পারেন। উজ্জ্বল রঙের পরদা লাগাতে পারেন। নানা রকম রং মিশিয়ে এক এক জানলায় এক এক রঙের পরদা লাগিয়ে দেখতে পারেন। নানা রঙের মিশেল অন্দরসজ্জায় এই সময়ে মানিয়ে যাবে।

Advertisement

বাড়ির বারান্দায় গাছ থাকলে, বিশেষ করে কাগজ ফুল বা পিস লিলির মতো কোনও রঙিন গাছ থাকলে— এ সময়ে ঘরের ভিতরে এনে রাখতে পারেন। ম্যাকার্মের বুননে নানা ধরনের টব ঝোলানোর ব্যবস্থা করে ফেলা এখন বেশ সহজ। সেগুলি দিয়ে ঘরের কোণ বা জানলার ধারগুলি গাছ দিয়ে সাজিয়ে ফেলুন।

ঘরের টেবিলের উপর ফুলেল সুগন্ধি দেওয়া পপ্যুরি রাখতে পারেন। বা সন্ধেবেলা সুগন্ধি মোম জ্বালিয়েও মন ভাল করে ফেলতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement