‘শঙ্করদা’। অদ্ভুত সুন্দর একটি নাম। দলমা পাহাড়ে ঘেরা নির্জন ও সুন্দর এই জায়গাটি এই নামেই পরিচিত। কলকাতা অনতিদূরে, অথচ অনেকেই শঙ্করদা-র সঙ্গে পরিচিত নন। অনেকেই নিরিবিলি পরিবেশ পছন্দ করেন। এই জায়গাটি তাঁদের জন্য একেবারে আদর্শ। শোনা যায়, শঙ্কর নামে এক ব্যক্তি প্রথমে জঙ্গল কেটে বসতি স্থাপন করেন এখানে। চাষবাসও শুরু করেন। সাঁওতালরা তাঁকে শঙ্করদা বলে ডাকত। তার নাম থেকেই পরবর্তীকালে এই জায়গার নাম হয়ে যায় ‘শঙ্করদা’।
কী দেখবেন?
‘শঙ্করদা’কে ঘিরে রয়েছে দলমা পাহাড়। মাঝেমাঝেই দলমা পাহাড়ের ওপার থেকে হাতির পালও নেমে আসে। এই অঞ্চলে মূলত সাঁওতালদের বাস। চোখে পড়বে সাঁওতালদের গ্রাম ‘কাসিডি’। গ্রামবাসীদের মাটির বাড়ি, সহজ-সরল জীবনযাত্রা আপনার মন জিতে নেওয়ার জন্য যথেষ্ট। এই ফাল্গুন মাসে ‘বাহা’ পরবে মেতে ওঠেন এই অঞ্চলের মানুষজন। এই গ্রাম থেকে বেরিয়ে যেতে পারেন নারোয়া পাহাড়ের পাদদেশে ‘পাথরভাঙা’য়। নারোয়া পাহাড়ের নীচেই কুলুকুলু রবে বয়ে যাচ্ছে ‘গড়া’ নদী। গড়া নদী গালুডির কাছে মিশে যাচ্ছে সুবর্ণরেখা নদীতে।