কলকাতা শহরের জীবনযাত্রায় দম ফেলার ফুরসতটুকুও মেলে না মানুষের। সারা সপ্তাহ কাজে ডুবে থেকে ছুটির আনন্দ উপভোগের কথাও ভুলে যান অনেকে। কিন্তু দোলের আনন্দ বাঙালির বড্ড প্রিয়। তা ছাড়া এ বছর দোলের পরের দুটো দিনই রয়েছে সপ্তাহান্তের ছুটি। ফলে সময় একটুও নষ্ট না করে পরিকল্পনা করে ফেলুন কোথায় কাটাবেন এই দু-তিনটে দিন। কলকাতার থেকে অনেক দূরে যেতে না চাইলে ঘুরে আসুন কাছেপিঠের কোনও সুন্দর রিসর্টে। প্রিয়জনের সঙ্গে সেখানেও দোলের আনন্দে মেতে উঠতে পারেন।
ধুতুরদহ
কলকাতা থেকে মাত্র ৫১ কিলোমিটার দূরে অবস্থিত একটি শান্ত গ্রাম হল ধুতুরদহ। মাছের ভেড়ি, সব্জির বাগান, সুন্দর পুকুর, গাছগাছালি, এবং স্থানীয় মন্দির দেখতে দেখতে দু’-তিনটে দিন পলকেই কেটে যাবে। যানবাহনের আওয়াজ, নিয়ম মেনে বেরিয়ে পড়ার ব্যস্ততা, রোজের রুটিন থেকে বার হয়ে এখানে সবুজের মাঝখানে একটু হাঁপ ছাড়তে পারবেন আপনি। ধুতুরদহ মিনাখান ভিলেজ রিসর্টে সুবিধা পাবেন বোটিং করার। আগে থেকে ঠিক করে রাখতে পারলে এ বারের দোলটা ধুতুরদহে কাটিয়ে ফের ফিরে আসুন কলকাতার ব্যস্ত জীবনে।