কলকাতা শহরে বছরের এই সময়টায় আবহাওয়া বড্ড মনোরম। শীতের ঠকঠকানি নেই, আবার গ্রীষ্মকালীন দাবদাহের সূত্রপাতও ঘটেনি এখনও। বসন্তে এখন তাই বেরিয়ে পড়তে ইচ্ছা হয় মহানগর থেকে দূরে কোথাও। তবে পরিকল্পনা হঠাৎ করে হলে টিকিট কাটার ঝঞ্ঝাটে না গিয়ে অনেকেই বেরিয়ে পড়েন নিজস্ব বাহনে। দীঘা হোক বা দার্জিলিং, পুরী কিংবা পুরুলিয়া, রাস্তা জানা থাকলে কয়েক ঘণ্টার ড্রাইভে পৌঁছে যাওয়া সম্ভব এখন সর্বত্রই। তবে রাস্তার কয়েক ঘণ্টা কাটাতে হলে সঙ্গে কিছু জিনিস অবশ্যই রাখা প্রয়োজন। না হলে কিন্তু আপনার ছুটির আনন্দ মাটি হতে পারে আচমকাই।
গাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র
গাড়িতে যেতে হলে সেই গাড়ি সংক্রান্ত সব আইনানুগ কাগজপত্র যেন সঙ্গে থাকে। যিনি গাড়ি চালাবেন তাঁর ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে ভুলবেন না। গাড়ির বিমা, আপনার এবং সঙ্গীদের পরিচয়পত্রের দরকার পড়তেই পারে যে কোনও সময়ে। বিশেষ করে কলকাতার বাইরে যদি অন্য রাজ্যে ঘুরতে যান, তবে এই ধরনের যাবতীয় জিনিস হাতের কাছে থাকতেই হবে। এ ছাড়া সঙ্গে প্রয়োজন গাড়ির জ্বালানি তেল, অতিরিক্ত স্টেপনি ইত্যাদি। ছোটখাটো প্রয়োজনে যাতে আপনি নিজেই গাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান করে ফেলতে পারেন।
ওষুধ
বেড়াতে বেরিয়ে স্বাস্থ্যের অবহেলা করলে চলবে না। আপনি এবং আপনার সহযাত্রীদের সব প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখা উচিত। বিশেষ করে কারও মাথা ঘোরা, রক্তচাপ ইত্যাদির সমস্যা থাকলে জরুরি ওষুধ সঙ্গে না রাখলে বিপদ হতে পারে। কলকাতা থেকে দূরে কোনও পাহাড়ি রাস্তায় গাড়ি চললে অনেকেই হঠাৎ অসুস্থ বোধ করতে পারেন। সেই দিকে খেয়াল রেখে আগে থেকে প্রয়োজনীয় সব রকম ওষুধ গুছিয়ে সঙ্গে নেবেন। এ ছাড়া গাড়িতে যেন সর্বক্ষণ থাকে একটি ফার্স্ট এইড কিট।