আকর্ষণীয় স্থাপত্য এবং শৈল্পিক কর্মকাণ্ডের তীর্থ ক্ষেত্র হিসাবে সারা পৃথিবীতে বিখ্যাত এই শহর কলকাতায় দ্রষ্টব্য এত কিছু রয়েছে যে, তা কোনও একটি বাঁধাধরা তালিকার অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। বিশেষ করে ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল সম্পর্কে আগ্রহী মানুষজনের জন্য কলকাতা অবশ্যই দর্শনীয়। ঔপনিবেশিক ভারতের এক সময়ের রাজধানী এই নগর সে সময়ের ইতিহাস বহন করে দাঁড়িয়ে রয়েছে বিখ্যাত বেশ কিছু গির্জা। এর মধ্যে বেশির ভাগ গির্জারই বয়স এক শতাব্দীরও বেশি। কলকাতা শহরের আনাচ-কানাচে এই পীঠস্থানগুলি স্থাপত্যকীর্তিতে তথা এদের সমৃদ্ধ ইতিহাসে অবাক করবে আপনাকে। শুধু খ্রিস্টান নয়, আর্মেনিয়ান-সহ ভিনদেশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সারা পৃথিবী থেকে দেখতে আসেন এই চার্চগুলি।
সেন্ট পল্স ক্যাথিড্রাল চার্চ
১৮৪৭ সালে স্থাপিত কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল চার্চ হিসাবে পৃথিবী বিখ্যাত এই সেন্ট পল্স ক্যাথিড্রাল। এই গির্জার সবচেয়ে আকর্ষক বৈশিষ্ট্য হল এর স্থাপত্যের অভিনব নকশা। এ ছাড়াও এর ভিতরের অপূর্ব কাচের জানলা আপনার দৃষ্টি আকর্ষণ করবেই। নন্দনের পাশেই অবস্থিত এই গির্জার বাইরে অনেকটা অংশ জুড়ে রয়েছে বাগান যা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই চার্চে আপনি ঢোকার অনুমতি পাবেন।