লকডাউন মানুষকে তিতিবিরক্ত করে তুলেছে। মন চাইছে শান্তি। কোথাও গিয়ে খুঁজে পেতে চান ? নিজেকে পরিবারসহ নিয়ে চলুন উত্তরবঙ্গের দিকে। সেই চিরচেনা দার্জিলিং অথবা ডুয়ার্সের কোনও জঙ্গল নয়। এ বারে চলে যান উত্তরবঙ্গের প্রাণ কোচবিহারে। এককালীন কোচ রাজাদের রাজত্ব ছিল সেখানে। তাঁরা না থাকলেও তাঁদের পায়ের ছাপ ও শৌখিনতার পরিচয় রয়ে গেছে ছোট্ট শহরটিতে। হাতে যদি ৩-৪ দিন থাকে, তবে গোটা শহর ভ্রমণে বাধা থাকবে না কোনও ভাবেই। এত সুন্দর সাজানো শহর গোটা পশ্চিমবঙ্গে খুব কম আছে বলেই মনে হয়।
কী কী দেখবেন এই শহরে:
১. কোচবিহারের প্রধান আকর্ষণ কোচবিহার রাজবাড়ি, যা ছিল কোচ রাজাদের বাসস্থান