দার্জিলিং যত বারই বেড়ানো যায়, নতুন করে ধরা দেয় প্রত্যেক বারই। হিমালয়ের কোলে ছোট্ট এক শহর। 'দার্জিলিং' নামটির উৎপত্তি তিব্বতি শব্দ 'দোরজে’ থেকে, যার অর্থ ইন্দ্রের রাজদন্ড। আজও এই শৈলশহর তার রাজকীয়তা নিয়ে স্বমহিমায়।
বছরের যে কোনও সময় ঢুঁ মেরে আসতে পারেন দার্জিলিং থেকে। একেক ঋতুতে তার রূপ একেক রকম। ২ দিনের জন্য হলেও তা শহর-ক্লান্ত মনকে চাঙ্গা করে দিতে পারে। কলকাতা থেকে কোনও এক শুক্রবার রাতে ট্রেন ধরে নিন শিয়ালদহ থেকে। দার্জিলিং মেল বা পদাতিক এক্সপ্রেসে চাপলে আপনি সারাদিনের কাজকর্ম শেষ করে খেয়েদেয়ে ট্রেন ধরতে পারেন। শনিবার পৌঁছে যাবেন নিউ জলপাইগুড়ি। সেখান থেকে একটি গাড়ি নিয়ে নিতে পারেন। অথবা টয় ট্রেনের সফরে পৌঁছে যেতে পারেন আপনি দার্জিলিং।