Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৬ নভেম্বর ২০২৪ ই-পেপার

কোন ঘরে কোন রং নিয়ে আসতে পারে বাঙালিয়ানায় নতুন মাত্রা

আপনার রুচিবোধ ফুটে উঠবে আপনার ঘরের রঙের মধ্যে দিয়েই।

শ্রুবা ভট্টাচার্য
কলকাতা ১৭ ফেব্রুয়ারি ২০২১ ১৭:১৯

অন্দরসজ্জার ক্ষেত্রে ঘরের রঙের গুরুত্ব বিরাট। রং সুন্দর না হলে হাজার গুছিয়েও ঘরের রূপ খোলে না। রঙের বাজারে প্রবেশ করলে অনেকটা বাঁশবনে ডোমকানা অবস্থায় পড়তে হয়। এত রঙের মধ্যে কোনটা আপনার কোন ঘরের লাগসই হবে, তা অনেক সময়েই বুঝে ওঠা যায় না।

প্রথমে আপনাকে দেখতে হবে, আপনার ঘরের আসবাবপত্রের সঙ্গে কোন রংটি মানানসই। ঘরে যদি ধাতব আসবাবপত্র বেশি থাকে, তবে আপনি ঘরটিতে যে কোনও উজ্জ্বল রং করাতে পারেন। তা হলে আপনার ঘরের সঙ্গে আসবাবপত্র দারুণ মানানসই লাগবে। আপনি চাইলে ঘরের এক একটি দেওয়াল আলাদা আলাদা রং করাতে পারেন। এক এক দেওয়াল এক এক ভাবে সাজাতে পারেন। রং আপনার ঘরের ভোল পাল্টাতে বেশি সময় নেবে না।

Advertisement



এখন এমন রংও পাওয়া যায়, যেগুলি বিভিন্ন নকশায় ফুটিয়ে তোলা যায়। এগুলি দেখতে অসাধারণ হয়। এমন নকশাদার দেওয়ালে শুধু ফোটোফ্রেম বা কোনও ছবি টাঙিয়ে রাখলেই তা নতুন মাত্রা পায়।

যদি আপনার আসবাবপত্রগুলি কাঠের হয়ে থাকে, তবে ঘরটিতে সাদা অথবা হালকা কোনও রং করান। সাদা রঙের ভিতরে কাঠের আসবাবপত্রগুলি মানাবে আরও ভাল। ঘরের চেহারায় একটা 'রেট্রো' ভাব ফুটে উঠবে।

বৈঠকখানার ক্ষেত্রে রংটি উজ্জ্বল বর্ণের রাখার চেষ্টা করুন। এর ফলে আপনার অতিথিরাও আপনার ঘর দেখে আপ্লুত হবেন।



খাবার ঘরটিকে রাখুন সাদা রঙের অথবা একেবারে হালকা রঙের। দেওয়ালে লাগিয়ে দিন একটি বড় ঘড়ি। আপনার রুচিবোধ ফুটে উঠবে আপনার ঘরের রঙের মধ্যে দিয়েই।

Advertisement