বসন্তকাল হলেও সকালে এখন বেশ গরম পড়ে যায়। এই সময়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি রাস্তায় থাকতে হয়, তবে শরীরের আর্দ্রতা কমে গিয়ে অসুস্থ হয়ে পড়ার প্রবল আশঙ্কা থাকে। মুশকিল আসান হিসাবে পান করুন সুস্বাদু বিভিন্ন ধরনের পানীয়। এই প্রাকৃতিক পানীয়গুলিতে কোনও রাসায়নিক না থাকায় এগুলি শরীরের জন্যও ভাল এবং এ সবই কলকাতা শহরের রাস্তায় সহজলভ্য।
ডাবের জল
শুধু কলকাতা নয়, সারা পৃথিবীতেই গরমের দিনে ডাবের জলের বিকল্প খুঁজে পাওয়া ভার। এতে থাকা পটাশিয়াম আপনার শরীর চাঙ্গা রাখবে। তা ছাড়াও ঘামতে ঘামতে যখন শরীরের আর্দ্রতা কমে আসবে, তখন এই ডাবের জলই আপনার পরিত্রাতা হতে পারে। কলকাতা শহরে ডাব নিয়ে বসে আছেন এমন মানুষজন মিলবে প্রায় রাস্তায়।