এখন উত্সব-অনুষ্ঠানে নিজেকে সাজিয়ে তুলতে অনেকেই দৌড়ান রূপটান শিল্পীর কাছে। কলকাতা শহরে আপনাকে বিশেষ দিনে সাজিয়ে তুলতে পারেন এমন অনেক নামকরা শিল্পীই রয়েছেন। গত কয়েক বছরে এঁদের চাহিদা এতটাই বেড়েছে যে বেশ কয়েক মাস আগে থেকে কথা বলে না রাখলে সময়মতো এঁদের কাউকেই হয়তো পাবেন না আপনি।
অনিরুদ্ধ চাকলাদার
২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন কলকাতার অন্যতম অভিজ্ঞ রূপটান শিল্পী অনিরুদ্ধ চাকলাদার। তিনি ভারতীয় চলচ্চিত্র জগতের নেতৃস্থানীয় মেকআপ আর্টিস্ট পান্ধরি জুকারের সঙ্গেও কাজ করেছেন। ইনি যে কোনও মহিলার চেহারার সেরা দিকগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে পারেন নিজের তুলির জাদুতে। অনিরুদ্ধ চাকলাদার বিভিন্ন বিখ্যাত পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। তাঁর হাতের ছোঁয়ায় বিয়ের কনের সনাতনী সাজ হয় মনে রাখার মতো। তবে তাঁকে নিজের বিশেষ দিনের রূপটানের জন্য চাইলে প্রায় বছর খানেক আগে থেকে কথা বলে রাখা প্রয়োজন।
শর্মিলা গঙ্গোপাধ্যায়
কলকাতার শিরিন মেকআপ স্টুডিওর প্রতিষ্ঠাতা শর্মিলা গঙ্গোপাধ্যায় এই শহরের সেরা মেকআপ শিল্পীদের একজন। তিনি জানেন যে বিভিন্ন জনের ত্বকের ধরন হয় ভিন্ন ভিন্ন প্রকারের। তাই এক-এক জনের জন্য এক এক রকমের প্রসাধনী ব্যবহার করা দরকার। প্রসাধনীর পণ্যের গুণমান নিয়ে তিনি আপস করেন না মোটেই। লন্ডন কলেজ অফ মেকআপ থেকে স্নাতক শর্মিলা গঙ্গোপাধ্যায় বিয়ের কনের প্রসাধনে ব্যবহার করেন নামী সংস্থার প্রতিক্রিয়াবিহীন প্রসাধনী।
প্রসেনজিৎ বিশ্বাস
জনপ্রিয় রূপটান শিল্পী প্রসেনজিৎ বিশ্বাস বহু তারকার সঙ্গে কাজ করেছেন। রাইমা সেন, কীর্তি খারবান্দা, রিয়া সেন এবং আরও অনেকের অভিনেত্রীদের সাজিয়ে তুলেছেন বিভিন্ন সময়ে। অত্যন্ত ব্যস্ত এই খ্যাতনামী রূপটান শিল্পীকে পেতে গেলে আপনাকে ছয় মাসেরও আগে কথা বলে রাখতে হবে।