শীতের আমেজ শেষ হয়ে বসন্তের আরামদায়ক আবহাওয়া এখন অনুভব করা যাচ্ছে। আসছে গ্রীষ্ম। পোশাকআশাকে এই সময় ক্রমশ পরিবর্তন হওয়া স্বাভাবিক। বিশেষ করে প্রতিদিন বাইরে বেরোতে হলে জিন্স ছাড়াও অধোবাস হতে পারে নানা ধাঁচের। আপনি পরতে পারেন সুতির বিভিন্ন ডিজাইনের প্যান্ট, যা একই সঙ্গে আরামদায়ক এবং দেখতেও হবে সুন্দর।
কুলোৎ
ফরাসি শব্দ কুলোৎ এক সময় মহিলা বা পুরুষদের নিম্নাঙ্গের অন্তর্বাস হিসেবে পরিচিত ছিল। কিন্তু এই স্টাইলের প্যান্ট বিগত শতাব্দীতে ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে। এই ধরনের পোশাক এখন সুতির কাপড় দিয়েও তৈরি করা হচ্ছে। প্যান্ট-স্কার্টের মতো দেখতে এই পোশাকটি আপনি পরতে পারেন কুর্তি, টপ কিংবা শার্টের সঙ্গেও।