শাড়ি ছাড়া ভারতীয় মহিলাদের পোশাক নিয়ে আলোচনা শুরু করাই সম্ভব নয়। গত কয়েক দশক ধরেই শাড়ি নিয়ে বিবিধ পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বাঙালি। এক-এক ঋতুতে কলকাতা শহরের মানুষ শাড়ি বেছে নেন এক এক রকম। আর এই বসন্তে শীতের অল্প আমেজ এবং বাড়তে থাকা তাপমাত্রার কথা মাথায় রেখে বাইরে যাওয়ার জন্য আপনি কী শাড়ি পরবেন, তা নিয়ে কিন্তু সচেতন থাকতেই হবে। এমন ধরনের শাড়ি নির্বাচন করুন, যা একই সঙ্গে হবে আরামদায়ক এবং দৃষ্টিনন্দন। এ ক্ষেত্রে কলকাতা শহরে এখনকার সবচেয়ে জনপ্রিয় শাড়িগুলি সম্পর্কে আগে জেনে রাখা প্রয়োজন।
জামদানি শাড়ি
জামদানি নামটি ফার্সি বংশোদ্ভূত এবং এটি মুঘল প্রভাবের ইঙ্গিত দেয়। এই ধরনের শাড়ির প্রথম উল্লেখ পাওয়া যায় চাণক্যের অর্থশাস্ত্রে, খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে। এটিকে বাংলা এবং পুন্ড্র অঞ্চলের কিছু সূক্ষ্ম কাপড় হিসাবে উল্লেখ করা হয়েছে সেখানে। এ হেন জামদানি কিন্তু আজও কলকাতার শাড়িপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয়। এটি বিশ্বের অন্যতম মূল্যবান কাপড় হিসাবে বিবেচিত হয়। যথাযথ একটি জামদানির বয়ন সময়সাপেক্ষ এবং শ্রমসাধ্য। কিন্তু এর নরম জমি এবং রং ধরে রাখার আশ্চর্য ক্ষমতা একে বিখ্যাত করে তুলেছে। কলকাতার সাধারণ মানুষ তো বটেই, এমনকি তারকাদেরও বিশেষ পছন্দের এই জামদানি শাড়ি। এই বসন্তে পরার জন্য বিশেষ উপযুক্ত এটি।