পোশাক নিয়ে নতুন প্রজন্মের খুঁতখুঁতুনির অন্ত নেই একেবারেই। তা ছাড়া এখন তো আমাদের শহরে বসন্তের সবে শুরু। ফলে শাড়ির সঙ্গে সঙ্গেই পরনে দেখতে পাওয়া যায় হালফ্যাশনের বিবিধ পরিধেয়। শীত কমতে শুরু করায় পশ্চিমী ধাঁচের জামাকাপড়ে ছেয়ে গিয়েছে চারদিক। কিন্তু শুধু পোশাক যথাযথ হলে তো চলবে না, সঙ্গে চাই মানানসই গয়না। এক সময়ে পশ্চিমী ধাঁচের পোশাকের সঙ্গে একেবারে কোনও গয়নাই পরার চল ছিল না। কিন্তু গত দু’দশকে ভাবনা-চিন্তার বদলের সঙ্গে বদলেছে কলকাতাবাসীর সাজসজ্জাও। এই বসন্তে বিভিন্ন সাজগোজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন আপনিও।
চোকার
গলার সঙ্গে একেবারে লেগে থাকা এই অলংকার হালে শার্টের সঙ্গে পরতে দেখা যাচ্ছে কলকাতা শহরের মানুষজনকে। বিশেষ করে লম্বা গলা যাদের, তাদের জন্য এই গয়না পোশাকের সঙ্গে সামগ্রিক ভাবে সাজে যোগ করছে অন্য মাত্রা। অক্সিডাইজড কিংবা কাপড়ের তৈরি বিভিন্ন ধরনের চোকার আপনি এখন যে কোনও পোশাকের সঙ্গেই পরতে পারবেন।