ফাল্গুন মাস শুরু হয়েছে সদ্য। শীতের আমেজও কমেছে অনেকখানি। ফলে কলকাতা শহরে বসন্ত এসে গেছে বলাই যায়। এই সময়ে পোশাক-আশাকের সঙ্গে সঙ্গে সবার সাজেও রঙের ছোঁয়া লাগতে থাকে অল্প অল্প করে। এই বসন্তে তাই নিজের চুলকেও অন্য রঙে রাঙিয়ে নিতে সাধ হয় বই কি! এখন বাজারে সস্তা-দামি নানা সংস্থার চুলের রং মেলে একটু খুঁজলেই। কেউ কেউ আবার পুরো চুলে অন্য রং না করে এক-দুই গুছি চুলে একটু উজ্জ্বল রঙের পরত ফেলে সাজে আনতে চান অন্য মাত্রা। অনেকেই বিভিন্ন প্রাকৃতিক রংও চুলে লাগান নিয়মিত। কিন্তু এই প্রক্রিয়ার আগে বা পরে প্রয়োজনীয় সচেতনতা অবলম্বন করেন না বেশির ভাগ মানুষ। ফলে চুল পড়ে যায়, রঙিন চুল হয়ে পড়ে নিষ্প্রাণ এবং খসখসে।
রং করার আগে শ্যাম্পু করবেন না
আপনার মুখের ত্বকের মতো, আপনার মাথার ত্বকও কিন্তু সংবেদনশীল। ফলে চুলে রং করার সময় বাড়তি কিছু সতর্কতা মেনে চলাই উচিত। বিশেষজ্ঞরা চুল রং করার ২৪ থেকে ৪৮ ঘণ আগে চুলে শ্যাম্পু করতে বারবার নিষেধ করেন তাই। এতে রঙিন চুলের ক্ষতি হতে পারে শুধু তা-ই নয়, চুলে রং স্থায়িত্ব হারায়। ফলে রং করার কিছু সময়ের মধ্যেই চুল হয়ে পড়ে নিষ্প্রাণ। কিন্তু সঠিক সময়ে শ্যাম্পু এবং কন্ডিশনার লাগালে তা চুলের রংকে দীর্ঘায়িত করতে পারে এবং বিবর্ণ হওয়া থেকে রক্ষা করতে পারে।