গয়নার বাক্স প্রায় ভর্তি হয়ে এল। কিন্তু খুলে দেখা যাচ্ছে সব গয়নাই কেমন যেন ফ্যাকাসে হয়ে গিয়েছে। কয়েকদিন আগেও যেগুলি কিনেছিলেন, সেগুলিও যেন কেমন পুরনো দেখতে লাগচ্ছে। আসলে কলকাতার আর্দ্র আবহাওয়ার গয়না রাখার সময়ে যদি একটু বিশেষ যত্ন না নেন, তাহলে এমনই পরিণতি হওয়াটা স্বাভাবিক।
একেক ধরনের গয়নার যত্ন একেক রকম। যদি সঠিক পন্থায় গয়নার যত্ন নেওয়া যায়, তবে আপনার মূল্যবান গয়না থাকবে সব সময় নতুনের মতো ঝকঝকে। কী ভাবে যত্ন নেবেন? রইল তারই হদিশ।
১) পোশাকের সঙ্গে মানানসই গয়না না পরলে সাজটা ঠিক সম্পূর্ণ হয় না। কোনও শাড়ির সঙ্গে রুপোর গয়না ভাল যায়, কিছু শাড়ির ক্ষেত্রে আবার সোনাই মানানসই। অনেকেই সোনা ও রুপোর গয়না খুলে একই সঙ্গে রেখে দেন। এই ভুল কখনই করবেন না। বিভিন্ন ধাতু একে অপরের সঙ্গে বিক্রিয়া করে আপনার সাধের অলঙ্কারের উজ্জ্বলতা নষ্ট করে দিতে পারে।