বলি-নায়ক রণবীর কপূর এক সাক্ষাৎকারে বলেছিলেন, নারীদের চোখ সবের আগে তাঁকে আকৃষ্ট করে। এমন শুধু নায়কের নয়, যে কোনও মানুষের চেহারায় সকলের আগে নজরে পড়ে তার চোখ দুটি। বহু যুগ ধরে কবি- সাহিত্যিকরা চোখের সৌন্দর্যের বর্ণনায় বহু বিশেষণ প্রয়োগ করেছেন। চোখের প্রসাধনেও তাই এখনকার মহিলারা ব্যয় করেন অনেকটা সময়। কলকাতা শহরের এই বসন্তকালে বিশেষ কোনও উপলক্ষে নিজের চোখের প্রসাধন নিয়ে ভাবনা-চিন্তার সময়ে কয়েকটি কথা খেয়াল রাখতে হবে।
১। রাসায়নিক থেকে দূরে থাকুন। চোখের মতো গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অঙ্গে কোনও মতেই রাসায়নিক লাগানো চলবে না। ফলে এমন প্রসাধনী বেছে নিন যাতে কোনও রকম রাসায়নিক বা ক্ষতিকারক কোনও উপাদান নেই। বাজার চলতি কিছু আইশ্যাডো বা মাস্কারায় দস্তা কিংবা অন্যান্য কিছু উপাদান থাকে, যা আপনার চোখের চিরকালীন ক্ষতি করতে পারে। এর বদলে ভেষজ প্রসাধনী ব্যবহার করতে পারেন। এই বসন্তে ভেষজ প্রসাধনী আপনার সাজে অন্য মাত্রা যুক্ত করবে।