সাজপোশাক সম্পর্কে সচেতন কলকাতাবাসী এখন জানেন যে শুধুমাত্র গায়ে দেওয়ার জামা নয়, পায়ে দেওয়ার জুতোও হতে হবে একেবারে যথাযথ। তা ছাড়া এই বসন্তের ফ্যাশনে জুতোরও বিশেষ একটা জায়গা আছে বইকি! কয়েক দশক আগেও বাঙালি মহিলারা জুতো বলতে মাত্র এক-দুটি ডিজাইনই বুঝতেন। কিন্তু এখন পাদুকার ধরন বদলেছে, বদলেছে চাহিদাও। শাড়ির সঙ্গে পায়ে যা পরলে ভাল দেখায়, প্যান্ট বা স্কার্টের সঙ্গে তা হয়তো পুরোপুরি মানানসই হবে না। ফলে কলকাতার বসন্তে বিশেষ কিছু ধরনের জুতোও আপনার সংগ্রহে রাখতেই হবে।
লোফার্স
ধরনটা অনেকটা পা ঢাকা বুট জুতোর মতো হলেও এই লোফার্সের সবচেয়ে বড়ো সুবিধা হল এতে ফিতে বাঁধার ঝঞ্ঝাট নেই। শুধু পা গলিয়ে নিলেই সারা দিনের মতো নিশ্চিন্ত। পা ঢাকা জুতো বলে মনে করবেন না যে গরমকালে এই জুতোয় কষ্ট হয়। বরং সারা বছরই এই জুতো আমাদের পায়ের জন্য অত্যন্ত আরামদায়ক। এবং প্রায় সব পোশাকের সঙ্গেই লোফার্স মানানসই। এই বসন্তে বিভিন্ন পোশাকের সঙ্গে মিলিয়ে বিবিধ প্রিন্টের লোফার্স আপনি পায়ে দিতেই পারেন।