শীত প্রায় পালিয়েছে শহর থেকে। তার পিছু পিছু কয়েকদিন পরই পালাবে বাজার থেকে নানা জাতের কমলালেবুও। তাই শেষবেলায় যে কমলালেবু খাচ্ছেন, তার খোসাগুলি ফেলে না দিয়ে জমিয়ে রাখুন। রূপচর্চার কাজে লাগবে সারা বছরই!
কমলালেবুর খোসায় আসল ফলের চেয়ে বেশি পরিমাণে ভিটামিন সি থাকে। অ্যান্টিঅক্সিড্যান্ট এবং আরও কিছু জরুরি পুষ্টিগুণে ভরপুর কমলালেবুর খোসা তাই রূপচর্চার মহলে দারুণ জনপ্রিয়।
কী ভাবে ব্যবহার করবেন
১। কমলালেবুর খোসা দিয়ে ত্বকের মৃত শুকনো কোষ ঘষে তুলে ফেলা বেশ সহজ। তাই খোসা গুঁড়ো করে তা দুধে মিশিয়ে প্রাকৃতিক এক্সফোলিয়েটার বানিয়ে ফেলতে পারেন।