কালের নিয়মে কলকাতা অনেক বদলে গিয়েছে। সেটা অবশ্য স্বাভাবিক। তবে কলকাতার মানুষের ভালবাসা এখনও একই রকম আছে। আমিও অনেকের মতো মফঃস্বল থেকে কলকাতায় খেলতে আসতাম। তফাত শুধু তখন রিষড়া থেকে লোকাল ট্রেনে চেপে হাওড়ায় নামতাম। আর এখন নিজের গাড়িতে যাতায়াত করি। তবে মাঝেমধ্যে এখনও লোকাল ট্রেনে চেপে যাই। লোকজন চিনতে পেরে দুটো কথা বললে মন্দ লাগে না।
তবে খেলোয়াড় পরবর্তী জীবনে অনেক বদল ঘটেছে। তেমনই কলকাতা জুড়ে এখন একাধিক শপিং মলের ছড়াছড়ি। সবার হাতে এখন দামি স্মার্ট ফোন। এগুলোও তো বদল। মাঠ-ময়দানের সঙ্গে জড়িয়ে থাকার সুবাদে আরও একটা বদল খুবই চোখে পড়েছে। ফুটবলেও এসেছে পেশাদারিত্ব। একটা সময় দল বদলের বাজারে আমার একটা ডায়ালগ বেশ জনপ্রিয় হয়েছিল। ‘হাতে টাকা, পায়ে বল’। সেটা শুধু জনপ্রিয়ই হয়নি। সেই বক্তব্যকে ঘিরে অনেক বিতর্কও হয়েছিল।