ছোট থেকে কাঁচড়াপাড়ায় বড় হলেও খেলার সূত্রেই প্রথম কলকাতায় আসি আমি। খেলার পাশাপাশি আমার চাকরি জীবনও কলকাতাতেই। খেলার সূত্রে অনেক দিন কলকাতায় কাটিয়েছি আমি। ফুটবল খেলি, তাই এই খেলা নিয়ে এই শহরের মানুষের আবেগ ভাল ভাবেই জানি।
দুই বড় দলে গোলরক্ষক হিসেবে খেললেও রোজ আর পাঁচটা মানুষের মতোই ট্রেনে, মেট্রোয় যাতায়াত করি। এতে সাধারণ মানুষের সঙ্গে, বন্ধুদের সঙ্গে দেখা হয়। আর আমার প্রিয় কলকাতার মানুষদের সঙ্গে মেশার সুযোগ হয়। এটা আমার খুব ভাল লাগে। গোটা ময়দান চত্বরটাই আমার খুব প্রিয় জায়গা। খেলা ছাড়াও আমি মাঝেমাঝেই যাই বিভিন্ন খেলা দেখতে।
কলকাতায় থাকলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। তবে আমি আমার গ্রামে থাকতেই বেশি পছন্দ করি। ওখানে যাদের সঙ্গে ছোট থেকে বড় হয়েছি তাদের সঙ্গে ছুটির দিনে সময় কাটাতে বেশি ভাল লাগে।