আমরা ছোটবেলায় আলিপুরে থাকতাম। সেখান থেকে সাইকেল চালিয়ে সাউথ ক্লাবে টেনিস খেলতে যেতাম। রাস্তাঘাট ছিল একেবারে ফাঁকা। শুধু সাউথ ক্লাব নয়, বন্ধুদের সঙ্গে সাইকেলে করে শহরের একাধিক জায়গা চষে বেড়াতাম। এর ফলে যেমন গলি ও ছোট এলাকার সম্পর্কে জানতে পারতাম, তেমনই পায়ের পেশীর জোর বাড়ত। যা টেনিস খেলতে আরও সাহায্য করেছিল।
আমার ছোটবেলা সাউথ ক্লাবকে ঘিরে ছিল। সেই সময় সাউথ ক্লাবে কোচিং করানো কিংবা প্রশিক্ষণ নেওয়া এত সহজ ছিল না। দিলিপ বসুর তত্ত্বাবধানে অনেক বড় খেলোয়াড় উঠে এসেছেন। সেই দিক থেকে দেখতে হলে বর্তমান সময় টাকা খরচ করলেই সাউথ ক্লাবে টেনিস প্রশিক্ষণ পাওয়া যায়। ফলে সংস্থার মান অনেক কমে গিয়েছে। আর আখতার আলি চলে যাওয়ার পর মান আরও নেমে গিয়েছে।