কলকাতায় আসা আমার ইস্টবেঙ্গল ক্লাবের হাত ধরেই। প্রথম বছরেই ডুরান্ড, রোভার্স, জাতীয় লিগ, কলকাতা লিগ, আইএফএ শিল্ড জিততে পেরেছিলাম। এর ফলে গোয়া ছেড়ে কলকাতায় আসার সময় যে অনিশ্চয়তা ছিল সেটা কেটে যায় খুব তাড়াতাড়ি। তার পর ধীরে ধীরে এই শহরটাকে আপন করে নিয়েছি।
প্রথম থেকেই বাঙালি খাবার আমার খুব ভাল লাগতে শুরু করে। দক্ষিণ কলকাতার এক বিখ্যাত রেস্তরাঁয় আমি মাঝে মধ্যেই যেতাম। প্রথম দিকে সতীর্থরা থাকত সঙ্গে। তার পর পরিবারের সঙ্গেও বহু বার গিয়েছি। মিষ্টি কোনও দিনই বিশেষ পছন্দের ছিল না আমার। তবে খেলা ছেড়ে দেওয়ার পর এখন মাঝে মাঝে রসগোল্লা খাই। বেশ ভাল লাগে।