আমি ইছাপুরের ছেলে। এখন ইছাপুরে আধুনিকতার ছোঁয়া লাগলেও প্রায় ৪০ বছর আগে সেই এলাকা ছিল গণ্ড গ্রাম। পুজোয় ঠাকুর দেখা কিংবা আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার জন্য কলকাতা গেলেও, নিয়মিত যাতায়াত কিন্তু ফুটবল খেলার সুবাদেই হয়েছিল। পূর্ব রেলে প্রথম খেলার সুযোগ পাই। শুরুর দিকে রোজ যাতায়াত করতাম। তবে বড় দলে সুযোগ পাওয়ার পর থেকে বালিগঞ্জের একটি মেসে থাকতে শুরু করি। কিছু দিন অবশ্য শিয়ালদহের হোটেলেও থেকেছি। যদিও সেখানে বেশি দিন থাকা হয়নি। এর পর লেক গার্ডেন্সে ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করি।
সেই ১৯৮৬ সালে মোহনবাগানে খেলার সময় থেকেই লেক গার্ডেন্সে ছিলাম। আমাদের পাড়ায় একাধিক সেলিব্রেটি ছিলেন। মাধবী মুখোপাধ্যায় ওখানে থাকতেন। রঞ্জিত মল্লিকের শ্বশুরবাড়িও ওখানে ছিল। শুধু নিজের খেলাধূলার জন্য নয়, এর ফলে ছেলেদের লেখাপড়ার জন্যও অনেক সুবিধা হয়েছিল। গ্রাম থেকে এলেও কলকাতা আমাকে অনেক কিছু দিয়েছে।