আমার বাড়ি গঙ্গার ওপারে। হাওড়ায় বড় হলেও আমাদের এলাকা এতটাই কলকাতা লাগোয়া যে নিজেকে সবসময় কলকাতার ছেলে বলেই মনে হয়েছে। বাংলার হয়ে দীর্ঘ দিন খেলার সুবাদে দেশের একাধিক রাজ্যে গিয়েছি। কিন্তু কলকাতার মতো মানুষের ভালবাসা, খাওয়া-দাওয়া কোথাও নেই। বিশেষ করে কলকাতা ও আমাদের রাজ্যে ভাষা সমস্যা নেই। এই সমস্যার মুখোমুখি মারাত্মক ভাবে অন্য রাজ্যে হতে হয়েছে।
রাস্তাঘাট কিংবা নিকাশি ব্যবস্থার উন্নতির সঙ্গে কলকাতা আরও একটা বিষয়ে নিরাপদ। এই শহরে অনেক রাত পর্যন্ত ঘুরে বেড়ালেও কোনও দিন বিপদের মুখে পড়তে হয়নি। আরও একটা বিষয় এই শহরের খুব ভাল লাগে। এখানে ২০ টাকায় পেট ভর্তি খাবার পাওয়া যায়। তাই কেউ খালি পেট নিয়ে ঘুমোতে যায় বলে মনে হয় না।