Advertisement
Back to
Lok Sabha Election 2024

রাজ্যের ৪২টি লোকসভা আসনের ভোটগণনা হবে কোন ৫৫টি কেন্দ্রে? মঙ্গলে কেমন নিরাপত্তার ব্যবস্থা?

ইসলামপুর কলেজ এবং রায়গঞ্জ পলিটেকনিক কলেজে হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গণনা। বালুরঘাট কলেজেই বালুরঘাট কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার গণনার ব্যবস্থা করেছে কমিশন।

ভোটগণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা।

ভোটগণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ২৩:২৩
Share: Save:

শনিবার শেষ হয়েছে সাত দফার ভোটপর্ব। মঙ্গলবার সকাল থেকে কলকাতা এবং বিভিন্ন জেলায় রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য মোট ৫৫টি কেন্দ্রে গণনা শুরু হবে। কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের গণনা হবে শহরের মোট আটটি গণনাকেন্দ্রে। কলকাতা উত্তর কেন্দ্রের ভোটগণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর কলকাতা দক্ষিণে প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য থাকছে একটি করে গণনাকেন্দ্র।

কোচবিহার লোকসভা কেন্দ্রের গণনা হবে কোচবিহার পলিটেকনিক কলেজ, বিটি অ্যান্ড ইভনিং কলেজে। আলিপুরদুয়ারের ইউনিভার্সিটি গ্রাউন্ডে হবে ওই কেন্দ্রের গণনা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে জলপাইগুড়ি লোকসভা আসনের। দার্জিলিংয়ের তিন জায়গায়— শিলিগুড়ি কলেজ, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ এবং কালিম্পংয়ের স্কটিশ ইউনিভার্সিটিজ় মিশনে।

ইসলামপুর কলেজ এবং রায়গঞ্জ পলিটেকনিক কলেজে হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গণনা। বালুরঘাট কলেজেই বালুরঘাট কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভার গণনার ব্যবস্থা করেছে কমিশন। মালদহ কলেজে মালদহ উত্তর এবং মালদহ পলিটেকনিকে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের। জঙ্গিপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জঙ্গিপুর লোকসভা এবং বহরমপুর গার্লস কলেজে বহরমপুর লোকসভা আসনের গণনা হবে। মুর্শিদাবাদের গণনা হবে বহরমপুরেরই কৃষ্ণনাথ কলেজে।

কৃষ্ণনগর লোকসভার বিপিসি ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং রানাঘাট লোকসভার রানাঘাট কলেজে ভোটগণনা। বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়ে হবে ওই লোকসভা কেন্দ্রের গণনা। ব্যারাকপুর আসনের গণনাকেন্দ্র সেখানকার রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের বাণিজ্যশাখার ক্যাম্পাস। পানিহাটির গুরু নানক ডেন্টাল কলেজে দমদম লোকসভা কেন্দ্রের। বারাসত লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা আসনের গণনা বারাসত গভর্নমেন্ট কলেজ এবং বারাসত প্যারীচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুলে। স্যর রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোটগণনা।

দক্ষিণ ২৪ পরগনার ট্যাংরাখালি বঙ্কিম সর্দার কলেজে জয়নগরের ভোটগণনা। কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে মথুরাপুর লোকসভার। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের চারটি গণনাকেন্দ্র— হেস্টিংসের সিস্টার নিবেদিতা গার্লস কলেজ, ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উইমেন (বিএড কলেজ), মাল্টিপারপাস গভর্নমেন্ট হাই স্কুল এবং আলিপুর হেস্টিংস হাউস কমপ্লেক্সের মহিলা জিমনাশিয়াম হল। কলকাতা দক্ষিণ কেন্দ্রের ভোটগণনা হবে কসবার গীতাঞ্জলি স্টেডিয়াম, জোকার ব্রতচারী বিদ্যাশ্রম হায়ার সেকেন্ডারি স্কুল, ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজ, সেন্ট টমাস বয়েজ স্কুল, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল এবং বাবাসাহেব অম্বেডকর এডুকেশন ইউনির্ভাসিটিতে।

যাদবপুরের গণনা বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে। হাওড়া লোকসভার জেআইএস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চে। উলুবেড়িয়ার গণনা বীরশিবপুরের ‘ওম দয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশন’-এ। শ্রীরামপুর কলেজে সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্র এবং হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে হুগলি আসনের ভোটগণনা হবে মঙ্গলে। আরামবাগ লোকসভার গণনা সেখানকার নেতাজি মহাবিদ্যালয়ে। তমলুক কেন্দ্রের গণনা হবে কোলাঘাটের কেটিপিপি হাই স্কুলে। কাঁথির লোকসভার হবে পিকে কলেজে।

ঘাটালের রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে ওই কেন্দ্রের গণনা। ঝাড়গ্রামের রানি ইন্দিরা দেবী গার্লস কলেজে ঝাড়গ্রাম লোকসভার। খড়্গপুরের কেন্দ্রীয় বিদ্যালয়-২-এ হবে মেদিনীপুর লোকসভার গণনা। সিধু, কানহো, বিরসা বিশ্ববিদ্যালয়ে পুরুলিয়া লোকসভা আসনের। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে হবে বাঁকুড়া কেন্দ্রের। বিষ্ণুপুর আসনের গণনা সেখানকার কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের গণনা সাধনপুরের এমবিসি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। বর্ধমান-দুর্গাপুরের হবে দুর্গাপুরের ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে।

আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে মঙ্গলবার আসানসোল আসনের গণনা। বোলপুর কলেজে বোলপুর লোকসভা কেন্দ্রের। সিউড়ির শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে হবে বীরভূম লোকসভা কেন্দ্রের ভোটগণনা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানানো হয়েছে, প্রতিটি কেন্দ্রেই সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, রাজ্যের প্রতিটি গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে। প্রথম স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। দ্বিতীয় স্তরে থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। শেষ স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন স্থানীয় থানার পুলিশ আধিকারিকেরা।

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 vote counting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy