শুক্রবার মালদহের সভায় নরেন্দ্র মোদী। ছবি: ভিডিয়ো থেকে।
পরের জন্মে বাংলাতেই জন্ম নিতে চলেছেন তিনি, মালদহের জনসভায় ভিড় দেখে এমনটাই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন, বাংলার সঙ্গে অদ্ভুত একটি টান তিনি অনুভব করেন। যে ভালবাসা তিনি বাংলার মানুষের কাছ থেকে পান, তা অন্য কোথাও পাওয়া যায় না।
শুক্রবার দেশ জুড়ে যখন দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে, তখন মালদহে তৃতীয় দফার প্রচারে গিয়েছিলেন মোদী। মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে প্রচার করেছেন তিনি। সেখানেই জনসভায় ভিড় এবং জনতার আবেগ দেখে আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। বাংলার সঙ্গে জন্মান্তরের সম্পর্কের কথা বলেন।
মালদহের জনসভায় দাঁড়িয়ে বাংলার মাটির মাহাত্ম্যের কথা বলছিলেন মোদী। জানান, দেশপ্রেম থেকে শুরু করে সামাজিক আন্দোলন, বৈজ্ঞানিক প্রগতি, সব ক্ষেত্রেই বাংলা এক সময় গোটা দেশকে নেতৃত্ব দিয়েছে। তাঁর কথা শুনতে শুনতে সভায় উপস্থিত জনতা উত্তেজিত হয়ে পড়ে। ‘মোদী মোদী’ স্লোগান ওঠে চার দিক থেকে। স্লোগানের জেরে কথা বলতে বলতে মাঝপথে থেমে যান প্রধানমন্ত্রী। খানিকটা জল খেয়ে নেন। ভিড় দেখে আপ্লুত হয়ে তিনি বলে ওঠেন, ‘‘আপনাদের এই উৎসাহ, প্রেম আমি মাথায় করে রাখব। আপনারা আমাকে এত ভালবাসছেন, মনে হচ্ছে আমি হয়তো গত জন্মে বাংলায় জন্মেছিলাম। অথবা, পরের জন্মে আমি বাংলায় জন্ম নিতে চলেছি। এত ভালবাসা কারও ভাগ্যে থাকে না।’’
মোদীর এই মন্তব্য শুনে আবেগে উদ্বেল হয়ে ওঠে মালদহের ভিড়ও। চিৎকারের মাত্রা আরও বেড়ে যায়। কাঠফাটা রোদে যাঁরা দাঁড়িয়ে ভাষণ শুনছেন, তাঁদের উদ্দেশে এর পর প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই মাঠ ছোট, আমাদের আয়োজন ছোট। তীব্র রোদে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে। আমি তার জন্য ক্ষমা চাইছি। কিন্তু আপনাদের এই কষ্ট আমি বেকার হতে দেব না। ভালবাসা আমিও ফিরিয়ে দেব। আপাতত শান্ত হয়ে আমার কথা শুনুন।’’
মালদহের সভা থেকে দেশবাসীকে ভোট দেওয়ার জন্য উৎসাহ দেন মোদী। বলেন, ‘‘বাংলায় এলে গণতন্ত্রের উদ্যাপনের আলাদাই উৎসাহ দেখা যায়। আমি হেলিকপ্টার থেকেও দেখছিলাম। এখানে যত লোক আছেন, আমাকে আশীর্বাদ করছেন। আপনারা সকলে ভোট দেবেন। ভোট দেওয়া মানে দেশের গণতন্ত্রকে মজবুত করা। তাই অবশ্যই সকলের ভোট দেওয়া উচিত।’’
তৃণমূল সরকারকে আক্রমণ করে মোদী বলেন, ‘‘এখানকার তৃণমূল সরকার শুধু দুর্নীতি করে। শিক্ষা, রেশন, সারদা, নারদ, রোজ়ভ্যালি— সর্বত্র দুর্নীতি। বাংলা রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি। বাম এবং তৃণমূল সরকার এই মাটির মাহাত্ম্যে আঘাত করেছে। বাংলার মাটিকে আমি এ ভাবে দেখতে পারছি না। বাংলার উন্নয়নের জন্য বিজেপি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে।’’
উল্লেখ্য, মালদহের সভা থেকে সম্প্রতি বাংলার এসএসসি দুর্নীতি সংক্রান্ত হাই কোর্টের রায় নিয়েও মন্তব্য করেছেন মোদী। এই পরিস্থিতির জন্য মমতার সরকারকে দায়ী করে তিনি বলেছেন, ‘‘তৃণমূলের দুর্নীতি ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে।’’ বিজেপিকে ভোট দিয়ে পরিস্থিতি পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। তৃতীয় দফায় আগামী ৭ মে বাংলার চারটি আসনে ভোটগ্রহণ রয়েছে। মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে সে দিন ভোট হবে। মালদহ দক্ষিণে গত লোকসভায় হেরে গিয়েছিল বিজেপি। ৮,২২২ ভোটে পরাজিত হয়েছিলেন শ্রীরূপা। তাঁকেই ওই কেন্দ্র থেকে আবার প্রার্থী করেছে বিজেপি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy