শিলিগুড়ির মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার। —নিজস্ব চিত্র।
গোটা দেশের মতো উত্তরবঙ্গেও ট্রেনের গতি বৃদ্ধির প্রকল্প নিচ্ছি, বললেন মোদী।
উত্তরবঙ্গের এই মাটিতে আসতে পেরে সৌভাগ্যবান মনে করছি, বললেন মোদী। একই সঙ্গে জানালেন বিকশিত ভারতের জন্য চাই বিকশিত বাংলা।
সরকারি কর্মসূচি শেষ করে জনসভার উদ্দেশে রওনা হলেন মোদী। বললেন, এইখানে আমার বক্তব্য শেষ হয়েছে। তবে আমার বলা শেষ হয়নি। এ বার আমি খোলা ময়দানে যাব, প্রাণ খুলে কথা বলব।
নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশ পর্যন্ত ট্রেন চলছে এখন, বললেন মোদী।
গত ১০ বছরে উত্তরবঙ্গের উন্নয়নে নজর দিয়েছে কেন্দ্র, বললেন মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে মঞ্চে উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
৩১০০ কোটি টাকা মূল্যের দু’টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন উত্তরবঙ্গে। এর মধ্যে একটি ২৭ নম্বর জাতীয় সড়কের চার লেন বিশিষ্ট ঘোষপুকুর—ধূপগুড়ি বিভাগের হাইওয়ে প্রকল্প। অন্যটি ২৭ নম্বর জাতীয় সড়কেই চার লেন বিশিষ্ট ইসলামপুর বাইপাস প্রকল্প।
প্রথম সড়কপথটি উত্তরবঙ্গকে জুড়বে দেশের বাকি অঞ্চলের সঙ্গে, একই সঙ্গে উত্তরপূর্ব ভারতের সঙ্গেও উত্তরবঙ্গের যোগাযোগ সহজ হবে। ইসলামপুর বাইপাস ট্রাফিক নিয়ন্ত্রণে সাহায্য করবে।
শিলিগুড়ি থেকে রাধিকাপুর পর্যন্ত নতুন প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর। এতে রেল সংযোগের উন্নয়নের পাশাপাশি পণ্য পরিবহণ, কর্ম সংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নও হবে উত্তরবঙ্গে।
মনিগ্রাম— নিমতিতা বিভাগে ডবল রেললাইন প্রকল্প, আমবাড়ি ফালাকাটা— আলুয়াবাড়ি বিভাগে স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং, নিউ জলপাইগুড়িতে বৈদ্যুতিন ইন্টারলকিংয়ের ঘোষণা মোদীর।
রেল লাইনের বৈদ্যুতিকরণ সংক্রান্ত উত্তর বঙ্গের প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে একলাখি— বালুরঘাট বিভাগ, বারসোই— রাধিকাপুর বিভাগ, রানিনগর জলপাইগুড়ি— হলদিবাড়ি বিভাগ, শিলিগুড়ি— আলুয়াবাড়ি বিভাগ ভায়া বাগডোগরা, শিলিগুড়ি— সেবক— আলিপুরদুয়ার জংশন— সামুকতলা (আলিপুর দুয়ার জংশন— নিউ কোচ বিহার) বিভাগ।
রেল এবং সড়কপথের উন্নয়ন সংক্রান্ত মোট সাড়ে চার হাজার কোটির কেন্দ্রীয় প্রকল্প ঘোষণা মোদীর।
শিলিগুড়িতে বিকশিক ভারত বিকশিত পশ্চিমবঙ্গ অনুষ্ঠানে যোগ দিলেন মোদী। উদ্বোধন করবেন একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের।
মঞ্চ থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী মোদী। যার মধ্যে রেলের নতুন ঘোষণা রয়েছে। শিলিগুড়ি জংশন থেকে রাধিকাপুর পর্যন্ত রেলের ঘোষণা করার কথা তাঁর। এ ছাড়াও সড়ক মন্ত্রকের নতুন প্রকল্পও ঘোষণা করার কথা মোদীর। এ ভাবেই প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার আলাদা আলাদা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy