Advertisement
Back to
Model Booth

ভোটগ্রহণ কেন্দ্র নাকি পুজোর মণ্ডপ! ১১ দিন ধরে হাবড়ায় সাজানো হয়েছে ‘মডেল বুথ’

রঙিন কাপড়ে মোড়া মণ্ডপ। ছাদে ঝুলছে রং-বেরঙের ছাতা। দেওয়ালে ভোটদান নিয়ে প্রচার। দেওয়াল লিখনে আরও কিছু সামাজিক বিষয় নিয়ে সচেতন করা হয়েছে।

হাবড়া হিজলপুকুর উদ্বাস্তু প্রাথমিক স্কুলে তৈরি করা হয়েছে মডেল থিমের ভোটগ্রহণ কেন্দ্র।

হাবড়া হিজলপুকুর উদ্বাস্তু প্রাথমিক স্কুলে তৈরি করা হয়েছে মডেল থিমের ভোটগ্রহণ কেন্দ্র। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
হাবড়া শেষ আপডেট: ০১ জুন ২০২৪ ১৩:৩৮
Share: Save:

ভোট দিতে ঢুকে মনে হতে পারে কোনও পুজোর মণ্ডপ। হাবড়া হিজলপুকুর উদ্বাস্তু প্রাথমিক স্কুলে তৈরি করা হয়েছে মডেল থিমের ভোটগ্রহণ কেন্দ্র। বারাসত লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এই বুথ। এটিকেই মডেল ভোটগ্রহণ কেন্দ্র হিসাবে তুলে ধরছে নির্বাচন কমিশন। এই বুথে চারটি বুথ থাকছে ২১১,২১২,২১৩ এবং ২১8।

রঙিন কাপড়ে মোড়া মণ্ডপ। ছাদে ঝুলছে রং-বেরঙের ছাতা। দেওয়ালে ভোটদান নিয়ে প্রচার। দেওয়াল লিখনে আরও কিছু সামাজিক বিষয় নিয়ে সচেতন করা হয়েছে। এই বুথে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, শিশুদের স্তন্যপান করানোর ব্যবস্থা, ভোটারদের জন্য জলসত্র, মহিলা এবং প্রবীণদের জন্য বসার জায়গা। ১১ দিন ধরে এই মডেল ভোটগ্রহণ কেন্দ্র সাজিয়ে তুলেছেন হাবড়ার বাসিন্দা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। পুরনো তেলের টিন, রঙের ড্রাম, গাড়ির চাকা, ছাতা দিয়ে তৈরি করেছেন মণ্ডপ।

১৮তম লোকসভা নির্বাচনে নির্বাচন কমিশন প্রতি বিধানসভায় একটি করে মডেল বুথ বেছে নিয়েছে। হাবড়া বিধানসভার হাবড়া হিজলপুকুর উদ্বাস্তু প্রাথমিক স্কুলকে মডেল বুথ হিসাবে বেছেছে কমিশন।

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE