Advertisement
Back to
CM on Lakshmir Bhandar

এই সুবিধা আপনারা ‘জনম জনম’ পাবেন! ঝাড়গ্রামের সভা থেকে কিসের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা?

সাধারণত ‘জনম জনম’ শব্দবন্ধ পরজন্ম বা জন্মান্তর বোঝাতে ব্যবহৃত হয়। বৃহস্পতিবার ঝাড়গ্রামের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ‘জন্মান্তরের’ কথা বলতে শোনা গেল!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৯
Share: Save:

বিরোধীরা তাঁর সরকারের মুণ্ডপাত করতে ব্যস্ত। কথায় কথায় ‘কুর্সি খালি’ করার কথাও বলছেন। কয়েক মাস পরে লোকসভা নির্বাচন। বছর দু’য়েকে বিধানসভা ভোট। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছর-মাসের হিসাব কষতেই রাজি নন। বৃহস্পতিবার তিনি বলেছেন, তাঁর সরকার যে সুবিধা দেয়, তা এক জন্মে শেষ হবে না! সেই সুবিধা ‘জনম জনম’ চলবে।

সাধারণত ‘জনম জনম’ শব্দবন্ধ পরজন্ম বা জন্মান্তর বোঝাতে ব্যবহৃত হয়। যাঁরা বিশ্বাসী, তাঁরা শুধু পরজন্মে বিশ্বাসই করেন না, জন্মান্তরের সুরক্ষা নিশ্চিতও করেন। কেউ দেবতার থানে পুজো দেন, তো কেউ ‘পাপ’-এর ঘড়া পূর্ণ হওয়ার ভয়ে ‘ভাল’ হয়ে চলেন। কেউ বা ভাবেন, এ জন্মে কষ্ট সহ্য করে পরজন্মের পথ করতে হবে কণ্টকহীন। বৃহস্পতিবার ঝাড়গ্রামের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতাকেও ‘জন্মান্তরের’ কথা বলতে শোনা গেল! তাঁর সরকারের ‘‌লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বললেন, ‘‘এই সুবিধা আপনারা জনম জনম পাবেন।’’

গত কয়েক সপ্তাহ ধরেই জেলায় জেলায় প্রশাসনিক সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা। এর মধ্যে গত কয়েক দিনে সভা করেছেন জঙ্গলমহলের জেলাগুলিতে। প্রতি সভাতেই মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের উপযোগিতা বুঝিয়েছেন মমতা। এ-ও জানিয়েছেন ১ এপ্রিল থেকে দ্বিগুণ টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডারের ‘লক্ষ্মীরা’। বৃহস্পতিবার সেই পর্বের শেষ সভাটি ছিল ঝাড়গ্রামে। সেখানেও মমতা তাঁর সরকারের উন্নয়নের খতিয়ান দিচ্ছিলেন। তরুণ-তরুণী থেকে শুরু করে ঝাড়গ্রামের ছাত্র-ছাত্রী, পুরুষ, শ্রমিক, কর্মী এবং মহিলা— প্রত্যেকের কথা বলতে বলতে আসে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রসঙ্গও। মমতা তখনই বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডারের টাকা আগামী এপ্রিল মাস থেকে দ্বিগুণ হয়ে যাচ্ছে। যাঁরা ৫০০ টাকা পেতেন, তাঁরা ১০০০ টাকা করে পাবেন। যাঁরা ১০০০ টাকা পেতেন, তাঁরা ১২০০ টাকা পাবেন। মা-বোনেদের হাতখরচের জন্য কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আর মনে রাখবেন এই প্রকল্পের সুবিধা কোনও দিন বন্ধ হবে না। এই টাকা আপনারা জনম জনম পাবেন।’’

তবে ‘জনম জনম’ শব্দবন্ধের আক্ষরিক অর্থ যা-ই হোক, মমতা আদতে তাঁর প্রকল্পের সুবিধা কতটা সুদূরপ্রসারী, তা-ই বোঝাতে চেয়েছেন। সেই কারণেই প্রয়োগ করেছেন ‘জনম জনম’ উপমা। বক্তৃতায় পরে যার ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘‘এই প্রকল্পে প্রতি মাসে হাজার টাকা করে আপনারা ৬০ বছর বয়স পর্যন্ত পাবেন। কিন্তু তার পরেও সেটা বন্ধ হয়ে যাবে না। ৬০ বছর বয়স হলে এই টাকা বদলে যাবে ওল্ড এজ পেনশনে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার ২-এ। সেই প্রকল্পে আপনারা যত দিন বেঁচে থাকবেন, তত দিন টাকা পাবেন। কেউ বাধা দিতে পারবে না। জনম জনম ওই টাকা পাবেন।’’

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee Lakshmir Bhandar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy