Advertisement
Back to
Lok Sabha Election 2024

কোথাও বৃষ্টি মাথায় প্রচার, কোথাও বাতিল হল সভা

বৃষ্টি মাথায় নিয়েই ডোমজুড়ে প্রচার সেরেছেন সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। এ দিন ডোমজুড়ের বেগড়ির বানিয়াড়া লিচুতলায় জনসংযোগ করেছে তিনি।

বৃষ্টিতে প্রচার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের। জগৎবল্লভপুরের বেগড়িতে (বাঁ দিকে)।

বৃষ্টিতে প্রচার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের। জগৎবল্লভপুরের বেগড়িতে (বাঁ দিকে)। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের প্রচার গোঘাটে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
উলুবেড়িয়া-চুঁচুড়া শেষ আপডেট: ২১ মার্চ ২০২৪ ০৮:১৪
Share: Save:

সামনে লোকসভা ভোট। প্রতিদিনই জোরকদমে প্রচার চলছে প্রার্থীদের। বুধবার দিনভরের বৃষ্টিও বাধা দিতে পারল না তাতে। প্রার্থীদের অনেকেই বৃষ্টিতে ভিজে প্রচার চালালেন। তবে কোথাও অত্যধিক বৃষ্টির জেরে বাতিল হয়েছে সভা।

এ দিন বৃষ্টি মাথায় নিয়েই ডোমজুড়ে প্রচার সেরেছেন সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। এ দিন ডোমজুড়ের বেগড়ির বানিয়াড়া লিচুতলায় জনসংযোগ করেছে তিনি। বৃষ্টির মধ্যেই মাথায় ছাতা নিয়ে ভিজে ভিজে প্রার্থী হেঁটে এলাকার মানুষের কাছে যান। দীপ্সিতার কথায়, ‘‘বৃষ্টির ফলে কার্যক্রম একটুও ব্যাহত হয়নি। বরং অন্যান্য বারের তুলনায় কিছুটা হলেও ভাল সাড়া পাওয়া গিয়েছে।’’

জগৎবল্লভপুরের প্রচার সেরে দ্বিতীয় পর্বের প্রচারে তিনি হুগলির জাঙ্গিপাড়া বিধানসভার বিস্তীর্ণ এলাকায় প্রচার সারেন। দীপ্সিতার কথায়, ‘‘শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের সাংসদ টানা দেড় দশক আছেন। মানুষের রুটিরুজি, কর্মস্থান, শিক্ষা নিয়ে আদৌ কোনওদিন প্রশ্ন তুলেছেন দিল্লির সংসদে। রাজ্যে আর দিল্লির শাসক নীরব বোঝাপড়ায় আখের গোছাতে ব্যাস্ত।’’

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে আমতাতে চলে প্রচার। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় ও উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি।

এ প্রসঙ্গে জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অবশ্য বলেন,‘‘সিপিএম প্রার্থী সাধারণ খেটে খাওয়া মানুষের সঙ্গে কথা বলুন। রাজ্যের উন্নয়নমুখী প্রকল্পেরগুলোর দিকে তাকান। মানুষই ব্যালটে ওঁর মুখের উপর জবাব দেবেন।’’

তবে বৃষ্টির জন্য পান্ডুয়ার তিন্না বাজার এলাকায় তৃণমূলের একটি সভা বাতিল হয়। হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় পান্ডুয়ায় কয়েকটি কর্মসূচিতে যোগ দেন। তবে বতিল করেন বলাগড় ব্লকের কর্মসূচি।

বুধবার আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভা এলাকায় প্রার্থী মিতালি বাগের ‘বাংলার অধিকার যাত্রা’ কর্মসূচি হল। সকালে কুমারগঞ্জ অঞ্চলের শালিকোনায় রামমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। প্রথমে সংলগ্ন ভুরকুন্ডা বাজার, সেখান থেকে বেঙ্গাই অঞ্চলের বেঙ্গাই মোড়, কামারপুকুর অঞ্চলের কামারপুকুর চটিতে পথসভা সেরে বিকালে শ্যাওড়া অঞ্চলের বড়বাজার এবং শেষে কুমুরশা অঞ্চলের ধুলেপুরে সভা হয়। বৃষ্টি হলেও সভাগুলিতে জমায়েত ছিল ভালই।

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 Dipshita Dhar CPIM
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE