Advertisement
Back to
Mamata Banerjee in Malda

ভয়ে বিজেপির বুক দুরু দুরু করছে! মোদীবাবুর নামে আর ভোট হচ্ছে না, মালদহে বললেন মমতা

মূল ঘটনা

১৬:০০ সর্বশেষ
দেখেছেন তো আমার পিছনে লাগতে গিয়ে ওদের সভাপতি কী বলে ফেলেছে! মঞ্চে বললেন মমতা
১৫:৫৬
চলুন বদলাই, চলুন পাল্টাই! মালদহে আবার পরিবর্তনের ডাক দিলেন মমতা
১৫:৫২
মালদহ থেকে বিজেপিকে উপড়ে দিন: মমতা
১৫:৪৯
বিজেপির প্রার্থীর স্বামী কেন্দ্রীয় বাহিনীর কর্তা হলে অসুবিধা নেই কেন? প্রশ্ন মমতার
১৫:৪৭
বিজেপি সব বিক্রি করে দিয়েছে: মমতা
১৫:৪৩
বিজেপির বুক দুরদুর করছে ভয়ে: বিজেপি
১৫:৪১
এ বার বিজেপি যাবে? বিদায় দিতে হবে? প্রশ্ন মমতার
১৫:৩৮
আইনের সরলীকরণ করা হয়েছে: মমতা
১৫:৩৫
১৭ শতাংশ জনজাতির সংরক্ষণ কে করেছিল? প্রশ্ন মমতার
১৫:৩৪
ঘোষণা করছেন রাজ্যের সমস্ত স্তরের মানুষের জন্য তাঁর সরকার কী করেছে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৬:২১
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৬:০০ key status

দেখেছেন তো আমার পিছনে লাগতে গিয়ে ওদের সভাপতি কী বলে ফেলেছে! মঞ্চে বললেন মমতা

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাকে মালদহের মঞ্চ থেকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বললেন, ‘‘দেখেছেন তো, আমার পিছনে লাগতে গিয়ে ওদের সভাপতি নিজেই ‘জয় বাংলা’ বলে ফেলেছে! ওটাই সত্যি। ওটাই বাংলাকে বাঁচাবে। বাংলারই জয় হবে।’’

timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:৫৬ key status

চলুন বদলাই, চলুন পাল্টাই! মালদহে আবার পরিবর্তনের ডাক দিলেন মমতা

মালদহে নতুন করে পরিবর্তনের ডাক দিলেন মমতা। বললেন, ‘‘সারা বছর বিজেপি সঙ্গে থাকে না। ভোটের সময় আসে টাকা দিতে। ওদের বলুন পাঁচ থেকে ১০ হাজারে চলবে না। ওতে ভোট হয় না। আগে গত বারের ১৫ লক্ষ টাকার হিসাব দিন। সারা বছর কোনও খবর নেই, তোমার দেখা নেই। তাই চলুন বদলাই, চলুন পাল্টাই! দিল্লিতে বিজেপিকে তাড়াতে হবে।’’

Advertisement
timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:৫২ key status

মালদহ থেকে বিজেপিকে উপড়ে দিন: মমতা

মমতা বললেন, ‘‘মায়েরা হাতা, খুন্তি, নোড়া নিয়ে রান্নাঘরে খেলেন। শিলনোড়া দিয়ে দাঁতও মাজা যায় জানেন তো? মালদহ থেকে বিজেপিকে উপড়ে দিন।’’

timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:৪৯ key status

বিজেপির প্রার্থীর স্বামী কেন্দ্রীয় বাহিনীর কর্তা হলে অসুবিধা নেই কেন? প্রশ্ন মমতার

বিজেপি প্রার্থীর স্বামী কেন্দ্রীয় বাহিনীর কর্তা হলে অসুবিধা হয় না। আর আমাদের বিধায়ক লাভলি (মৈত্র)-র স্বামী পুলিশকর্তা হলে সমস্যা? প্রশ্ন মমতার। 

timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:৪৭ key status

বিজেপি সব বিক্রি করে দিয়েছে: মমতা

মমতা বললেন, ‘‘বিজেপি সব বিক্রি করে দিয়েছে। দেশ বিক্রি করেছে, মানুষ বিক্রি করে দিয়েছে, মানবিকতা বিক্রি করে দিয়েছে, সংবিধানকে বিক্রি করে দিয়েছে। সংবিধানকে তুবড়ে দিয়েছে, সংবিধানকে ছিবড়ে করে দিয়েছে।’’ 

timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:৪৩ key status

বিজেপির বুক দুরদুর করছে ভয়ে: বিজেপি

বিজেপি খবর পেয়েছে, ভোট কমে গিয়েছে। কমিশনের কাছ থেকে খবর পেয়েছে ওরা। তাই এখন ওরা ভয় পেয়েছে। বিজেপির বুক দুরদুর করছে ভয়ে। মোদীবাবুর (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) নামে আর ভোট হচ্ছে না। তাই এখন গলাবাজি কমে এসেছে। বললেন মমতা।

Advertisement
timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:৪১ key status

এ বার বিজেপি যাবে? বিদায় দিতে হবে? প্রশ্ন মমতার

মালদহ উত্তরে মমতার প্রশ্ন, ‘‘এ বার বিজেপি যাবে? বিজেপিকে বিদায় দেওয়া হবে’’ মঞ্চে ঘুরে ঘুরে জনতার সঙ্গে স্লোগান মমতার। সমস্বরে জবাবও আসছে চারপাশ থেকে। 

timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:৩৮ key status

আইনের সরলীকরণ করা হয়েছে: মমতা

আগে একটা শংসাপত্র পেতে কত ছোটাছুটি করতে হত? জাতি শংসাপত্র পেতে কত ছোটাছুটি করতে হত? প্রশ্ন করলেন মমতা। বললেন, ‘‘এখন আইনের সরলীকরণ করা হয়েছে। আপনি নিজের শংসাপত্র নিজেই দেবেন। নিজেকেই নিজে সার্টিফাই করবেন। পরিশ্রম কমেছে। ’’

timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:৩৫ key status

১৭ শতাংশ জনজাতির সংরক্ষণ কে করেছিল? প্রশ্ন মমতার

১৭ শতাংশ জনজাতির সংরক্ষণ কে করেছিল, বুকে হাত দিয়ে বলুন তো? এলাকার আদিবাসীদের উদ্দেশে প্রশ্ন মমতার।

timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:৩৪ key status

ঘোষণা করছেন রাজ্যের সমস্ত স্তরের মানুষের জন্য তাঁর সরকার কী করেছে

মমতা ঘোষণা করছেন রাজ্যের সমস্ত স্তরের মানুষের জন্য তাঁর সরকার কী কী প্রকল্প বাস্তবায়িত করেছে। বললেন, ‘‘মা লক্ষ্মীরা আপনারা জানেন তো, আপনাদের টাকাটা বেড়েছে।’’

timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:৩২ key status

এটা আমাদের ভোট নয়, তবু আমরা কী করেছি, বলছি

মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘এটা আমাদের ভোট নয়। তবু আমি বলছি কী কী কাজ করেছি।’’ মালদহ নিয়ে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের কথা জানালেন মমতা। 

timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:১৮ key status

ওরা হিংসায় জ্বলছে, তাই লুচির মতো ফুলছে: মমতা

বাংলা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তাই ওরা হিংসায় জ্বলছে, তাই লুচির মতো ফুলছে। বললেন মমতা।

timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:১৭ key status

মালদহ উত্তরের হরিশ্চন্দ্রপুর ১-এ সভা করছেন মমতা

মালদহ উত্তরের হরিশ্চন্দ্রপুর ১-এ সভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।   

timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:১৬ key status

মালদহের রায় কি এ বার বদলানো যায় না? প্রশ্ন মমতার

মঞ্চে বললেন, ‘‘মালদহের এই দুটো আসন আমরা কোনও দিন পাইনি। এ বার কি রায় বদলানো যায় না? আপনারা কি এ বারও ফিরিয়ে দেবেন? আমরা তো কাজ করেছি। এমনকি, কেন্দ্রের সমস্ত প্রকল্পের টাকা তো আমরাই দিয়েছি।’’

timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:১৪ key status

মালদহের সভায় অতিরিক্ত ভিড়, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

মালদহে মমতার সভায় অতিরিক্ত ভিড়, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বললেন, ‘‘সভা নিয়ে ভাবছি না। মানুষ পড়ে যাবে। আমার চিন্তা হচ্ছে।’’ পাশে দাঁড়িয়ে থাকা মন্ত্রী ইন্দ্রনীলকে নির্দেশ দিলেন, ‘‘আগে এটা ঠিক করার ব্যবস্থা করো। পরের বার থেকে যে ভাবে মানুষের বসার ব্যবস্থা করতে বলব, সে ভাবেই করতে হবে। এই গরমে ওঁরা বাঁশের উপর দাঁড়িয়ে আছেন। ওঁদের জন্য আমার কষ্ট হচ্ছে। বাঁশ ধরে ঝুললে তো ভেঙে পড়ে যাবে।’’ 

timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:০২ key status

মালদহে জয়ের মুখ দেখতে চান মমতা

লোকসভা আসনের পুনর্বিন্যাসের পরে মালদহ উত্তর এবং দক্ষিণ আসনে কোনও দিন জয়ের স্বাদ পায়নি তৃণমূল। এ বার এই দুই আসনেই জয় চাইছেন মমতা।

timer শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:০০ key status

মালদহ উত্তরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে মমতা

মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়া সভা করবেন। তার পরে মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ় আলি রায়হানের সমর্থনে করবেন রোড শো। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy