পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।
এসএসসি মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। তার মধ্যে নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, রাজ্যে ১০ লক্ষ চাকরি তৈরি রয়েছে। কিন্তু আইনি প্যাঁচে আটকে যাচ্ছে সেই সমস্ত চাকরি।
মঙ্গলবার পুরুলিয়ায় নির্বাচনী সভা করেন তৃণমূলনেত্রী মমতা। সেখানে তিনি এসএসসি মামলায় ২৫৭৫৩ জনের চাকরি বাতিল নিয়ে বিজেপিকে দোষারোপ করেন। তিনি বলেন, ‘‘ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিল। শিক্ষক-শিক্ষিকাদের। আর ভোটের আগে বলছে, ‘হাম ভি কৌশিস করে গা!’ কিয়া করেগা? তুমিই তো সিবিআইকে দিয়ে রিপোর্ট করিয়ে যারা যোগ্য, সেই ছেলেমেয়েদেরও চাকরি খেয়ে নিয়েছ।’’ তার পরই মমতা বলেন, ‘‘আমার ১০ লক্ষ চাকরি রেডি (তৈরি) আছে। শুধু বিজেপি আর সিপিএমের লোকেরা কোর্টে চলে যাচ্ছে। আর একটা করে মামলা করছে। ওরা মামলা করলেই হাই কোর্ট দিয়ে দিচ্ছে।’’ বিজেপিকে নিশানা করে মমতার কটাক্ষ, ‘‘আমাদের বেলা জেল, ওদের বেলা বেল (জামিন)। এই করে মোদী বিজেপিকে করছে সেল। এই হয়ে গিয়েছে অবস্থা। তাই লড়াই নতুন করে লড়তে হবে।’’
উল্লেখ্য, মঙ্গলবার সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চে এসএসসি মামলার শুনানি চলছে। এসএসসি শীর্ষ আদালতকে জানিয়েছে, বাতিল হওয়া ২৫,৭৫৩ চাকরির মধ্যে প্রায় ১৯ হাজার চাকরি পেয়েছিলেন যোগ্য প্রার্থীরা। তবে এসএসসির বক্তব্যের শোনার পর সেখানে তাদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলে শীর্ষ আদালত। আদালতকে এসএসসি জানিয়েছিল, চাকরি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ আদালতের এক্তিয়ারের মধ্যে পড়ে না। পাল্টা সুপ্রিম কোর্ট এসএসসির কাছে জানতে চেয়েছে, ওএমআর শিট স্ক্যান করার জন্য যথাযথ ভাবে টেন্ডার ডাকেনি কেন এসএসসি? আদালতের প্রশ্ন, ‘‘এত সব গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য অন্য সংস্থার হাতে তুলে দিলেন আপনারা। এটা কি আপনাদের দায়িত্বশীল কাজ? টেন্ডারের জন্য কত জনকে ডেকেছিলেন? আপনারা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন। অথচ যথাযথ ভাবে টেন্ডার ডাকেননি কেন?’’
এখানেই শেষ নয়, এসএসসি পরীক্ষা সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত জালিয়াতি করেছে বলেও মন্তব্য করে সুপ্রিম কোর্ট। এসএসসিকে আদালত বলে, ‘‘এত দিন তা হলে তথ্য জানার অধিকারে যা যা বলতেন, সে সব অসত্য ছিল?’’ সেই মামলার শুনানির মধ্যে বিজেপি এবং সিপিএমকে একযোগে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। পরে জনতার উদ্দেশে মমতা বলেন, ‘‘লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন সবাই? কৃষক ভাতার ১০ হাজার টাকা পাচ্ছেন? শিক্ষাশ্রী পাচ্ছেন? মেধাশ্রী পাচ্ছেন? সবুজ সাথীর সাইকেল পাচ্ছেন? কেউ না কেউ কিছু তো পাচ্ছেন। এখন মোদীবাবু বলছেন, বিনা পয়সায় গ্যাস দিচ্ছেন। দিয়েছেন? না কি গ্যাস বেলুন দিয়েছেন?’’ মমতার কটাক্ষ, ‘‘এত মিথ্যা কথা বলতে পারে একটা লোক, আমি ভাবতেই পারি না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy