Advertisement
Back to
Lok Sabha Election 2024

লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী! হয়তো চলতি মাসের শেষেই

সূত্রের খবর, সমস্ত স্পর্শকাতর, সংবেদনশীল বুথের তালিকাও চেয়েছে নির্বাচন কমিশন। ৪ মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। ৫ মার্চ তারা বৈঠক করবে সব রাজনৈতিক দল, পুলিশ-প্রশাসনের সঙ্গে।

Central force

প্রতিনিধিত্বমূলক ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:২৫
Share: Save:

গত লোকসভা ভোটের দিন ঘোষণার পরে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় বাহিনী। কিন্তু সূত্রের খবর, এ বার তা আসতে পারে নির্বাচনের দিন ঘোষণার আগেই। সম্ভবত চলতি মাসের শেষের দিকে। এ বার রাজ্যে মোতায়েনের জন্য রেকর্ড ৯২০ কোম্পানি বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চাওয়ার পরে যা তাৎপর্যপূর্ণ।

শুধু তাই নয়, সূত্রের খবর, সমস্ত স্পর্শকাতর, সংবেদনশীল বুথের তালিকাও চেয়েছে নির্বাচন কমিশন। ৪ মার্চ রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। ৫ মার্চ তারা বৈঠক করবে সব রাজনৈতিক দল, পুলিশ-প্রশাসনের সঙ্গে। সূত্রের দাবি, স্পর্শকাতর ও সংবেদনশীল বুথের তালিকা হাতে নিয়েই বৈঠকে বসতে চাইছে তারা।

জানানো হয়েছে, এ বারের বুথ-তথ্যের সঙ্গে ২০১৯-এর লোকসভা ও ২০২১-এর বিধানসভা ভোটের পরিস্থিতির তুলনা করা হবে। সূত্রের দাবি, ওই দু’বারের তথ্য-পরিসংখ্যান, ঘটনাপ্রবাহের কথা মাথায় রেখেই স্পর্শকাতর ও উপদ্রুত এলাকার বুথের তালিকা জমা দিতে হবে জেলাশাসকদের। এ সবের ভিত্তিতেই বাহিনী মোতায়েনের পরিকল্পনা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা।

অন্য বিষয়গুলি:

Lok Sabha Election 2024 West Bengal central force
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy