আনন্দবাজার পত্রিকার ওয়েবসাইটে যে প্রতিবেদন প্রকাশ করা হয়, সব পাঠককেই কমেন্ট পোস্টিং-এর মাধ্যমে সেই সব প্রতিবেদন সম্পর্কে তাঁদের মতামত জানানোর এবং আলোচনা বা বিতর্কে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। ওয়েবসাইটকে উপলব্ধিমূলক এবং নিরাপদ রাখাই আমাদের লক্ষ্য। আমরা চাই এই ওয়েবসাইট এমন একটি মঞ্চ হয়ে উঠুক, যেখানে পাঠকরা উৎসাহব্যঞ্জক, গ্রহণযোগ্য এবং বুদ্ধিদীপ্ত আলোচনায় অংশ নিতে পারবেন।
হ্যাঁ, আমরা পরিমার্জন করি। আলোচনায় অংশ নিতে গিয়ে কোনও পাঠক যাতে অন্যদের দ্বারা ভীতি প্রদর্শনের শিকার না হন, তার জন্যই মন্তব্য পরিমার্জনের দরকার পড়ে। কোনও পাঠক হয়তো উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অথবা অনিচ্ছাকৃত ভাবে এমন কোনও মন্তব্য বা কমেন্ট পোস্ট করতে পারেন, যা বেআইনি। সে ক্ষেত্রে সেই পাঠক নিজে আইনি পদক্ষেপের ঝুঁকির সম্মুখীন তো হবেনই, আনন্দবাজার পত্রিকার সামনেও একই সমস্যা আসতে পারে। আলোচনা এবং মন্তব্য যাতে সৌজন্যমূলক এবং প্রাসঙ্গিক হয়, তা নিশ্চিত করতেও আমরা দায়বদ্ধ। এই সব কারণে আমরা পাঠকদের জন্য কিছু নির্দেশিকা তৈরি করেছি। যাঁরা সেই নির্দেশিকা লঙ্ঘন করবেন, শুধুমাত্র তাঁদের কমেন্টই মডারেটররা সরিয়ে দেবেন।
• মানহানিকর
• অশ্লীল, পর্নোগ্রাফি প্রকৃতির এবং অশালীন যৌন ইঙ্গিতপূর্ণ
• হিংসাত্মক বা বেআইনি কার্যকলাপে উৎসাহ দেয়
• শ্রেণি, প্রতিবন্ধকতা, জাতিগত বিভেদ, লিঙ্গ, জাতীয়তা, ধর্ম এবং যৌন প্রবণতার ভিত্তিতে কারওকে অপমান করার চেষ্টা করে
• বিদ্বেষমূলক, ভয় দেখানো বা হেনস্থা করার লক্ষ্যে পোস্ট করা হয়, কারও অপমানজনক নামকরণ করে
• কোনও তৃতীয় পক্ষের মেধাস্বত্বে হস্তক্ষেপের চেষ্টা করে
• অপ্রাসঙ্গিক ও অস্পষ্ট
• আমাদের সংবাদ পরিবেশন সম্পর্কে মিথ্যা অভিযোগ করে
• অন্য কারও মন্তব্য বা অন্য কোনও পোস্টের হুবহু নকল
• বিজ্ঞাপন বা প্রচারমূলক
• কারও ব্যক্তিগত পরিচিতির অপব্যাখ্যা করে
• নিম্ন রুচির বা আপত্তিকর
• অত্যন্ত দীর্ঘ
আমরা জানি, ওয়েবসাইট একটি ২৪X৭ মাধ্যম, তাই পাঠকের মন্তব্য সব সময়েই স্বাগত। কিন্তু মন্তব্যগুলি কোনও এক জন মডারেটর খতিয়ে দেখার পরই সেগুলি প্রকাশিত হয়। সেই কারণে এক দিনে কতগুলি মন্তব্য আমরা প্রকাশ করতে পারব, তার একটি নির্দিষ্ট সীমা রয়েছে। কোনও মন্তব্য বা কমেন্ট মডারেটরের অনুমোদন পাওয়ার পরই ওয়েবসাইটে দৃশ্যমান হয়। সোমবার থেকে শুক্রবারের মধ্যে অপেক্ষাকৃত দ্রুততার সঙ্গে কমেন্টগুলি ওয়েবসাইটে প্রতিফলিত হয়।
পাঠকের মন্তব্য হয় গৃহীত হয় অথবা প্রত্যাখ্যাত হয়। তবে কোনও কোনও ক্ষেত্রে আমরা বানান, ব্যাকরণ, যতি চিহ্ন ইত্যাদি পরিবর্তন করতে পারি।
আমরা আমাদের কাজের সমালোচনাকে স্বাগত জানাই এবং সমালোচনামূলক মন্তব্য অনুমোদন করতে দ্বিধা করি না। কিন্তু আমাদের কোনও কর্মীকে বা কর্মীদের ব্যক্তিগত স্তরে আক্রমণ করার অধিকার কারওকে দেওয়া হয়নি। যে প্রতিবেদনের নীচে মন্তব্য করা হচ্ছে, সমালোচনা সেই প্রতিবেদন সংক্রান্তই হতে হবে। যদি অন্য কোনও বিষয়ে সমালোচনার প্রয়োজন পড়ে, তা হলে ই-মেলে অভিযোগ পাঠানোই শ্রেয়। আমাদের ই-মেল আইডি: feedback@abpdigital.in
মন্তব্য সংক্রান্ত নীতি যে কোনও সময় পরিবর্তন করা হতে পারে।