(বাঁ দিক থেকে) ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা এবং মিশেল ওবামা। —ফাইল চিত্র।
ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল। এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসার পরই চর্চা শুরু হয়েছে ওবামা দম্পতির বিবাহবিচ্ছেদ নিয়ে। সমাজমাধ্যমে অনেকেই, তাঁদের বিচ্ছেদ নিয়ে জল্পনা কল্পনা করছেন। তবে তা নিয়ে ওবামা দম্পতি মুখ না খুললেও, ঘনিষ্ঠ মহল জল্পনার অবসান ঘটাল!
আমেরিকার প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে সাধারণত হাজির থাকেন প্রাক্তন প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রীরা। কিন্তু ১৫০ বছরের পুরনো সেই ঐতিহ্য ভাঙছেন মিশেল। তবে তিনি উপস্থিত না থাকেলেও সূত্রের খবর বারাক ওবামা থাকবেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে। মিশেলের অনুপস্থিতির সঙ্গে কেন বিবাহবিচ্ছেদের জল্পনা শুরু হল? গত সপ্তাহে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যেও মিশেলকে দেখা যায়নি। তবে এসেছিলেন তাঁর স্বামী বারাক। পর পর দুই অনুষ্ঠানে স্বামীর সঙ্গে মিশেলকে দেখা না যাওয়ায় বিচ্ছেদের জল্পনা চলছে।
যদিও ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মিশেলের না যাওয়ার সঙ্গে দাম্পত্য কলহের কোনও সম্পর্ক নেই বলেই দাবি ঘনিষ্ঠ মহলের। তাদের দাবি, বারাকের বিরুদ্ধে ট্রাম্প নানা সময়ে নানা ‘আপত্তিকর’, ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্য করেছেন। সেই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে গিয়ে ‘লোক দেখানো হাসি’ দিতে রাজি নন মিশেল। ট্রাম্পের সঙ্গে কোনও সুসম্পর্ক নেই। তাই তাঁর শপথ অনুষ্ঠানে থাকতে রাজি নন মিশেল।
ট্রাম্পের এমন কাণ্ড ঘটানোর ইতিহাস আছে। ২০২০ সালে জো বাইডেনের কাছে হারতে হয়েছিল তাঁকে। তার পরই বাইডেনের শপথ অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। তাঁর অভিযোগ ছিল, নির্বাচনে কারচুপি করে তাঁকে ভোটে হারানো হয়েছে।