Iman Chakraborty- Abhishek Roy

কুম্ভ মেলার আকর্ষণ ইমন, গেরুয়া শাড়িতে সাজাবেন অভিষেক

গানের অনুষ্ঠানের ফাঁকেই মহড়া চলছে। অনুষ্ঠানে ক’টি গান গাইবেন শিল্পী?

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ০০:০৪
ইমন চক্রবর্তীকে সাজাবেন অভিষেক রায়।

ইমন চক্রবর্তীকে সাজাবেন অভিষেক রায়। ছবি: সংগৃহীত।

ইমন চক্রবর্তী গাইবেন। নতুন কী? শুক্রবারই যেমন শিলিগুড়িতে অনুষ্ঠান করলেন। শিল্পীর ১ ফেব্রুয়ারির অনুষ্ঠানের গুরুত্বই আলাদা। খবর, ওই দিন শিল্পী কুম্ভ মেলায় অনুষ্ঠান করবেন।

Advertisement

খবর কতটা ঠিক? জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগের চেষ্টা করেছিল শিল্পীর সঙ্গে। তিনি মঞ্চে। তাঁর হয়ে কথা বলেছেন আপ্তসহায়ক সুবীর খান। তিনি খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন। এও জানিয়েছেন, এর বেশি আপাতত বলতে পারবেন না। সবিস্তার জানাবেন ইমন স্বয়ং।

এ দিকে আরও খবর, ইমনকে বিশেষ দিনে সাজানোর দায়িত্বে পোশাকশিল্পী অভিষেক রায়। তাঁর সঙ্গেও যোগাযোগ করা হয়। তিনি বলেন, "কুম্ভ মেলায় সাধু সন্তের আনাগোনা। ইমন তাই সাজবেন গেরুয়া শাড়িতে। শাড়ির পাড়ে লেখা থাকবে সংস্কৃত স্তোত্র। তবে কী মন্ত্র? সেটি এখনও ঠিক হয়নি।" সঙ্গে বাছাই করা ব্লাউজ। তিনি এও জানিয়েছেন, তীর্থক্ষেত্রে চকচকে পোশাক পড়বেন না শিল্পী। তাঁর শাড়ির জমি খাদির। স্বল্প সাজেই আসর মাতাবেন ইমন।

Advertisement
আরও পড়ুন