Snakebite

সাপের ছোবল ছেলেকে, জেনেও আমল দেননি! কিশোরের মৃত্যুতে বাবার বিরুদ্ধে খুনের মামলা

অভিযোগ, সাপের কামড়ের কথা বাবাকে জানায় কিশোর। কিন্তু তাতে কোনও ভ্রুক্ষেপই করেননি ওই ব্যক্তি। খুনের মামলা দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে।

Advertisement
সংবাদ সংস্থা
সিডনি শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১৫:১০
সাপের কামড়ের পর সঠিক সময়ে চিকিৎসা না হওয়ায় মৃত্যু হয়েছে কিশোরের।

সাপের কামড়ের পর সঠিক সময়ে চিকিৎসা না হওয়ায় মৃত্যু হয়েছে কিশোরের। প্রতীকী ছবি।

সাপের কামড় খেয়েছিল ছেলে। কিন্তু তাতে আমল দেননি তার বাবা। যার জেরে সঠিক সময়ে চিকিৎসা না করানোয় মৃত্যুর কোলে ঢলে পড়ল ১১ বছরের এক কিশোর। সেই ঘটনায় খুনের অভিযোগ দায়ের করা হল কিশোরের বাবার বিরুদ্ধে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০২১ সালের নভেম্বর মাসের ঘটনা। জানা গিয়েছে, ওই সময় অস্ট্রেলিয়ার ক্যুইন্সল্যান্ডে এক বন্ধুর বাড়িতে ছেলেকে নিয়ে গিয়েছিলেন কেরোড ফ্রাহম নামে এক ব্যক্তি। সেখানে তাঁর ছেলে ট্রিস্টিয়ান জানায় যে, তাকে সাপ কামড়েছে। কিন্তু তা জানানোর পরও ফ্রাহম গুরুত্ব দেননি।

Advertisement

যে দিন ওই কিশোরকে সাপ কামড়ায়, সে রাতে বাবার সঙ্গেই ঘুমোচ্ছিল। বার বার সে বাবাকে জানায় যে, তাকে সাপ কামড়েছে এবং সে অসুস্থ বোধ করছে। কিন্তু ছেলের এই কথায় কর্ণপাত করেননি ওই ব্যক্তি। পরের দিন সকালে ওই কিশোরকে মৃত অবস্থায় পাওয়া যায়।

সাপের কামড়ের কথা জানানোর পরও কেন গুরুত্ব দিলেন না ওই ব্যক্তি, এ নিয়ে প্রশ্ন ওঠে। গত ১২ মাস ধরে তদন্ত চালানোর পর গত মঙ্গলবার ছেলের মৃত্যুর জন্য ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement