Viral Video

ঘুরতে গিয়ে লাইটার নিয়ে যাওয়ার কথা মনে নেই একদল তরুণের, উড়ে এসে ‘ডেলিভারি’ দিল ‘দেবদূত’!

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গোয়ার সমুদ্রসৈকতের ধারে একটি পাহাড়ের উপর চড়েছেন একদল তরুণ-তরুণী। সেখানে গিয়ে বুঝতে পারেন যে, সঙ্গে করে লাইটার আনতে ভুলে গিয়েছেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ১৮:০১
Paraglider helps young tourists by giving them lighter while hanging in sky

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

নির্জন পাহাড়ে ঘুরতে গিয়ে সিগারেট খেতে ইচ্ছা হয়েছে। কিন্তু দেশলাই বা লাইটার নিতে ভুলে গিয়েছিলেন একদল তরুণ-তরুণী। আকাশে উড়তে উড়তে এসে সেই লাইটার হাতে দিয়ে গেল এক প্যারাগ্লাইডার যুবক। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গোয়ার সমুদ্রসৈকতের ধারে একটি পাহাড়ের উপর চড়েছেন একদল তরুণ-তরুণী। সেখানে গিয়ে বুঝতে পারেন যে, সঙ্গে করে লাইটার আনতে ভুলে গিয়েছেন তাঁরা। এর পর তাঁরা দেখেন এক যুবক প্যারাগ্লাইডিং করতে করতে তাঁদের দিকেই এগিয়ে আসছেন। ওই যুবক কিছুটা কাছে আসতেই তাঁর কাছে লাইটার চায় তরুণ-তরুণীর দল। প্যারাগ্লাইডার যুবকও আকাশে ভাসতে ভাসতেই পকেটে থাকা লাইটার এগিয়ে দেন তাঁদের দিকে। সঙ্গে সঙ্গে আনন্দে চিৎকার করে ওঠেন ওই তরুণ-তরুণীরা। হেসেও ওঠেন অনেকে। তবে ফিরে আসার সময় ওই প্যারাগ্লাইডার যুবক তাঁদের উদ্দেশে চিৎকার করে বলেন, ‘‘আবার ফেরত দিয়ে দেবেন লাইটারটা।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘জ়ে‌ড ইন মরজ়িম’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। এক কোটিরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের ঝড় বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘যদি মন দিয়ে কোনও কিছু চাওয়া হয়, তা আপনার কাছে আসতে বাধ্য।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এ তো প্যারাগ্লাইডার নয়, সাক্ষাৎ দেবদূত।’’ তৃতীয় জন আবার লিখেছেন, ‘‘এখন কি লাইটার আকাশপথেও ডেলিভারি দেওয়া হচ্ছে?’’

Advertisement
আরও পড়ুন