Donuld Trump

ট্রাম্পের প্রচারসভায় হাজির হলেন মেলানিয়া, বললেন, ‘হতাশাজনক ভাবে খারাপ হয়েছে আর্থিক পরিস্থিতি’

জো বাইডেনের সরকারকে নিশানা করে মেলানিয়া বলেন, ‘‘আমেরিকায় অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে। এই পরিস্থিতি হতাশাজনক।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৭:০৩
Melania Trump makes appearance at election rally of Donald, says, vote for future we deserve

—ফাইল ছবি।

পেনসিলভানিয়ার সভায় গত জুলাইয়ে বন্দুকবাজের গুলিতে ডোনাল্ড ট্রাম্প আহত হওয়ার পরে স্বামীর রাজনৈতিক লড়াইয়ে পাশে থাকার কথা ঘোষণা করেছিলেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে স্বামীর সঙ্গে মঞ্চে উঠে আনুষ্ঠানিক ভাবে প্রচারে শামিল হলেন মেলানিয়া ট্রাম্প। আমেরিকার ভোটারদের উদ্দেশে বললেন, ‘‘আপনাদের ভবিষ্যতের কথা ভেবে ভোট দিন।’’

Advertisement

রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প রবিবার রাতে ম্যানহাটনের ম্যাডিসন স্কোয়্যারে প্রচারসভা করেন। তাঁর সমর্থক ধনকুবের ইলন মাস্ক হাজির ছিলেন সভায়। সভা শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে টেসলার মালিক মাস্কই মঞ্চে নিয়ে আসেন মেলানিয়াকে। বক্তৃতায় প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমোক্র্যাটিক পার্টির সরকারকে নিশানা করে মেলানিয়া বলেন, ‘‘আমেরিকায় অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। মানুষের জীবনযাত্রার মান কমে যাচ্ছে। এই পরিস্থিতি হতাশাজনক।’’

আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। অবশ্য তার আগেই শুরু হয়ে গিয়েছে ব্যালট সংগ্রহ করে আগাম ভোটপর্ব। গত দু’মাসে প্রকাশিত অধিকাংশ জনমত সমীক্ষায় রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প তাঁর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের চেয়ে পিছিয়ে ছিলেন। কিন্তু শেষবেলায় বিভিন্ন সমীক্ষার রিপোর্ট বলছে, দু’জনের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। আমেরিকার রাজনীতিতে যে সাতটি প্রদেশকে ‘সুইং স্টেট’ তথা ‘ভাগ্যনিয়ন্তা’ বলে ধরা হয়, তাদের মতামতই ‘নির্ণায়ক’ হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন।

আরও পড়ুন
Advertisement