—প্রতিনিধিত্বমূলক ছবি।
কাজের সন্ধানে ভিন্রাজ্যে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার রাজস্থানে একটি মার্বেল কারখানায় কাজ করার সময় আচমকাই মার্বেলের বড় চাঁইয়ের নীচে চাপা পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, মৃত শ্রমিকের নাম দীপ বাউরি। বুধবার গভীর রাতে মৃত শ্রমিকের দেহ পৌঁছোয় বাঁকুড়ার তালড্যাংরা থানা এলাকার কেশাতোড়া গ্রামে।
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবা-মা ছাড়াও অপর এক ভাই ও এক বোনকে নিয়ে দীপের সংসার। বাবা দিনমজুর। নিজেদের সামান্য জমিটুকুও নেই। পরিবারের আর্থিক অবস্থার হাল ফেরানোর স্বপ্ন নিয়ে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই স্থানীয় এক ঠিকাদারের মাধ্যমে দীপ কাজের খোঁজে যান রাজস্থানে। সেখানে একটি মার্বেলের কারখানায় কাজ জোটে। পরিবারের দাবী মঙ্গলবার রাজস্থান থেকে এক সহকর্মী টেলিফোনে দীপের মা-বাবাকে জানায়, কর্মরত অবস্থায় দীপের শরীরের উপর মার্বেলের একটি চাঁই পড়ে গিয়েছে। বহু চেষ্টার পরেও আহত দীপকে বাঁচানো সম্ভব হয়নি। বুধবার গভীর রাতে দীপের দেহ বাঁকুড়ার কেশাতোড়ার বাড়িতে পৌছায়।
মৃতের বাবা লক্ষ্মীকান্ত বাউরি বলেন, ‘‘আমরা চেয়েছিলাম দীপ লেখাপড়া করুক। কিন্তু পরিবারের অভাব ঘোচানোর স্বপ্ন নিয়ে একপ্রকার জোর করেই রাজস্থানে কাজ করতে গিয়েছিল সে। সোমবার রাতে ছেলের সাথে টেলিফোনে কথাও হয়েছিল। কী ভাবে এমনটা হয়ে গেল বুঝতে পারছি না।’’ প্রতিবেশী কালীপদ বাউরি বলেন, ‘‘দীপের বাবা ভূমিহীন। নিজে অন্যের জমিতে জনমজুরি করে কোনও রকম সংসার চালান। ছেলে রাজস্থানে কাজ করতে যাওয়ায় একটু স্বচ্ছলতা ফিরেছিল। কিন্তু এখন সব শেষ হয়ে গেল। সরকার পাশে না দাঁড়ালে গোটা পরিবার পথে বসে যাবে।’’