গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
আবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ উঠল! সেই সঙ্গে অভিযুক্তের তালিকায় চলে এল ইরানের নামও! মঙ্গলবার ভোটপর্ব চলাকালীনই জো বাইডেন সরকারের তিন তদন্তকারী সংস্থা যৌথ বিবৃতিতে এই অভিযোগ তুলেছে।
আমেরিকার কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই), জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের দফতর (ওডিএনআই) এবং সাইবার পরিকাঠামো নিরাপত্তা সংস্থা যৌথ বিবৃতিতে জানিয়েছেস রাশিয়া এবং ইরানের কিছু গোষ্ঠী ইন্টারনেটে ভুয়ো খবর ছড়িয়ে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রভাবিত করতে সক্রিয় হয়েছে।
ঘটনাচক্রে, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা এ বারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সখ্য সুবিদিত। আবার হোয়াইট হাউসে থাকাকালীন ট্রাম্প তাঁর কট্টর ইরান বিরোধী নীতির জন্যও পরিচিত ছিলেন। বস্তুত রাশিয়ার সঙ্গে, বিশেষত রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের সুসম্পর্কের কথা সংবাদমাধ্যমে বিভিন্ন সময়ে উঠে এসেছে। ২০১৬ সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও রুশ হ্যাকারদের প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগ উঠেছিল।
ওই নির্বাচনে ট্রাম্প জিতলেও তাতে পুতিন কতটা প্রভাব ফেলেছিলেন, আট বছর পরেও স্পষ্ট নয়। সে সময় প্রথমে রাশিয়ার নাক গলানোর বিষয়টি উড়িয়েই দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত আমেরিকার গোয়েন্দাদের হাতে সব তথ্যপ্রমাণ চাক্ষুষ করার পরে ট্রাম্প অবশ্য মেনে নিয়েছিলেন রুশ হ্যাকাররা ওই সময়ে হ্যাকিং করেছিল। তার পর অভিযোগ উঠেছিল, ওই হ্যাকিংয়ের জেরে রাশিয়ার হাতে এমন তথ্য এসেছে যার সাহায্যে তারা ট্রাম্পকেও ব্ল্যাকমেল করতে পারে।