bnp

‘বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে ভারত’! অভিযোগ খালেদার দল বিএনপির মহাসচিবের

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ঢাকার বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে নয়াদিল্লি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৮:৫৫
BNP leader Mirza Fakhrul Islam Alamgir says, India is conducting propaganda against Bangladesh

বাঁ দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডান দিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। —ফাইল ছবি।

ক্ষমতার পালাবদলের পরে মৈত্রীর বার্তা দিয়েছিলেন ভারতকে। কিন্তু সেই অবস্থান বদলে এ বার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াদিল্লির বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ তুললেন!

Advertisement

বিএনপির চেয়ারপার্সন খালেদা বেশ কিছু দিন ধরেই গুরুতর অসুস্থ। তার পুত্র তারেক এখনও বিদেশে। এই পরিস্থিতিতে কার্যত মহাসচিব ফখরুল দল পরিচালনা করছেন। বুধবার রাজধানী ঢাকায় সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘বাংলাদেশের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে ভারত। এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত। তা না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব।’’

গত ৫ আগস্ট শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদে ইস্তফা এবং ঢাকা ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পরে প্রথম বার বাংলাদেশের কোনও রাজনৈতিক দল হিসাবে ঢাকায় ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছিল বিএনপি। ফখরুলের নেতৃত্বে প্রতিনিধিদল জানিয়েছিল, পরিবর্তিত পরিস্থিতিতে ভারত-বাংলাদেশের সম্পর্ক কী ভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায় সে বিষয়ে আলোচনা করার উদ্দেশ্যেই ওই বৈঠক। কিন্তু বুধবার বিএনপি মহাসচিব হাসিনার ভারতে আশ্রয় নেওয়া নিয়ে খোঁচা দিয়ে বলেন, ‘‘আমাদের মাথার উপরে বিপদ আছে। ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছেন।’’

Advertisement
আরও পড়ুন