International Crimes Tribunal

সক্রিয় ইউনূস সরকার, হাসিনাকে হাতে পেতে এ বার ইন্টারপোলে আবেদন বাংলাদেশের ট্রাইবুনালের

কোটা সংস্কার আন্দোলন পর্বে ‘গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ’-এর অভিযোগে দায়ের হওয়া দু’টি মামলার প্রেক্ষিতে হাসিনা-সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইসিটি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৫:২৩

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল আগেই। এ বার বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ‘রেড অ্যালার্ট’ জারি করার জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে অনুরোধ জানাল সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (আইসিটি)।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো এ খবর জানিয়ে বলেছে, আওয়ামী লীগের সভানেত্রীকে গ্রেফতারের উদ্দেশ্যেই অন্তর্বর্তী সরকারের আবেদন মেনে এই বার্তা দেওয়া হয়েছে ইন্টারপোলকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মঙ্গলবার জানান, গত রবিবার ইন্টারপোলের কাছে হাসিনার বিরুদ্ধে নোটিস জারির অনুরোধ জানানো হয়। তিনি বলেন, ‘‘শেখ হাসিনা যে হেতু মানবতা-বিরোধী অপরাধে অভিযুক্ত, তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঝুলে আছে। কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গিয়েছেন। সে কারণে আন্তর্জাতিক পুলিশি সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাঁকে গ্রেফতার করার ব্যবস্থা নেয় এবং অন্তত রেড অ্যালার্ট জারি করে, সেই বিষয়ে আমরা অনুরোধ পাঠিয়েছি।’’

কোটা সংস্কার আন্দোলন পর্বে ‘গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ’-এর অভিযোগে দায়ের হওয়া দু’টি মামলার প্রেক্ষিতে গত ১৭ অক্টোবর হাসিনা, তাঁর দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের-সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আইটিসি। দু’টি মামলার মধ্যে একটি কোটা সংস্কার আন্দোলনে নিহত ছাত্র মহম্মদ মেহেদীর বাবা মহম্মদ সানাউল্লাহ দায়ের করেছিলেন। অপরটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত নেতা আরিফ আহমেদ সিয়ামের বাবা মহম্মদ বুলবুল কবির। শুধু হাসিনা নন, তাঁর সরকারের মন্ত্রী, দল আওয়ামী লীগ ও তার বিভিন্ন শাখা সংগঠন এবং কয়েক জন সরকারি আধিকারিকের নামেও অভিযোগ করা হয়েছিল। বুধবার তাজুলের আবেদনের প্রেক্ষিতে আইসিটি যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) জাকির হোসেন-সহ চার জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আন্দোলনকারীদের খুনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

আরও পড়ুন
Advertisement