Vladimir Putin

পুতিনের ‘কনভয়ের গাড়ি’-তে বিস্ফোরণ! ভিডিয়ো ছড়িয়ে পড়লেও মুখে কুলুপ ক্রেমলিনের

মস্কোয় রুশ গুপ্তচর সংস্থার সদর দফতরের কাছে শনিবার রাতে একটি গাড়িতে আগুন লাগে। দাবি করা হচ্ছে, ওই গাড়িটি রুশ প্রেসিডেন্ট পুতিনের ‘কনভয়ের একটি গাড়ি’। যদিও সরকারি ভাবে এখনও কোনও মন্তব্য করেনি রাশিয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১২:১৬
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। —ফাইল চিত্র।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কনভয়ের একটি গাড়ি’তে বিস্ফোরণ হয়েছে বলে দাবি করা হচ্ছে। ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুসারে, মস্কোয় লুবিয়াঙ্কায় রাশিয়ার গুপ্তচর সংস্থা এফএসবি-র সদর দফতরের অদূরেই দুর্ঘটনাটি ঘটেছে। একটি লিমোজ়িন গাড়ি থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় এবং সেটিতে আগুন ধরে যায়। প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সেটি রুশ প্রেসিডেন্টের কনভয়ের একটি গাড়ি! গাড়ির ইঞ্জিনে প্রথমে আগুন ধরে এবং কিছু ক্ষণের মধ্যেই গাড়ির ভিতরের অংশেও আগুন ছড়িয়ে যায়। দমকলকর্মীরা পরে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে গাড়ির সামনের অংশের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

মস্কোর ওই লিমোজ়িনে আগুন লাগার ঘটনায় কেউ আহত হননি। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। গাড়িতে সেই সময় কে ছিলেন তা-ও জানা যায়নি। ‘দ্য সান’-এর প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ওই গাড়িটি রাশিয়ার প্রেসিডেন্টের সম্পত্তি ব্যবস্থাপনা দফতরের অধীনে ছিল বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। এই দুর্ঘটনার বিষয়ে সরকারি ভাবে মস্কোর তরফে কোনও বিবৃতি এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তবে ইউরোপীয় বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, শনিবার মস্কোর রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

ইতিমধ্যে একটি ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে আগুনে জ্বলছে একটি লিমোজ়িন। সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে রাস্তার একটি অংশ। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছোনোর আগে আশপাশের কিছু মানুষ সেই আগুন নেভানোর চেষ্টা করছেন। পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Advertisement
আরও পড়ুন