—প্রতীকী ছবি।
অন্তত ২০ কোটি এক্স হ্যান্ডল ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করল হ্যাকারেরা! মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সমাজমাধ্যমটির কর্তৃপক্ষ অবশ্য মঙ্গলবার বিকেল পর্যন্ত এমন দাবির প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া জানাননি। ফলে দানা বেঁধেছে আশঙ্কা।
হ্যাকারদের দাবি, ২০ কোটি এক্স হ্যান্ডল ব্যবহারকারীর ই-মেল আইডি ফাঁসের পাশাপাশি অ্যাকাউন্টের যাবতীয় তথ্যও তাঁদের হস্তগত হয়েছে। এই দাবি সত্যি হলে তা হবে, এক্স এবং তার পূর্বসূরি টুইটারের ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা! সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা সেফটি ডিটেকটিভ জানিয়েছে, হ্যাকারদের জন্য নির্দিষ্ট একটি ফোরামে একটি ৩৪ জিবি সাইজ়ের একটি ফাইলের কথা বলেছে। দাবি করা হয়েছে, তার মধ্যে ২০ কোটি ব্যবহারকারীর যাবতীয় মেটাডাটা, ইমেল এবং অন্য তথ্য রয়েছে।
‘সেফটি ডিটেকটিভ’ নামে একটি সংস্থা ওই ফাঁস হওয়া ১০০টি ‘তথ্য’ সমীক্ষা করে দেখেছে ইমেল আইডি ফাঁস সংক্রান্ত দাবিটি সঠিক। এর ফলে এক্স ব্যবহারকারীদের বড় একটি অংশের সাইবার নিরাপত্তা নিয়ে সঙ্কট তৈরি হল বলে আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাসে এই তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। সংবাদমাধ্যম ফোবর্সের দাবি, ২০২২ সালেও একই ভাবে এক্সের পূর্বসূরি টুইটার ব্যবহারকারীদের তথ্য ফাঁসের ঘটনা ঘটেছিল।