৪৮৫ কোম্পানি চেয়ে কেন্দ্রকে আবার চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। —ফাইল ছবি।
বকেয়া কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে আবার চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে রবিবার আবার চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রকে। কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো পঞ্চায়েত ভোটের জন্য কেন্দ্রের কাছে দু’বার মিলিয়ে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। এখনও পর্যন্ত অর্ধেক বাহিনীও রাজ্যে এসে পৌঁছয়নি। এই অবস্থায় কেন্দ্রের কাছে আবার বাহিনী চাইল কমিশন।
পঞ্চায়েত ভোটে আদালতের নির্দেশ মতো প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় নির্বাচন কমিশন। হাই কোর্টের ভর্ৎসনা এবং পুনরায় নির্দেশের পর কেন্দ্রের কাছে আরও ৮০০ কোম্পানি বাহিনীর চেয়ে আবেদন করে নির্বাচন কমিশন। কমিশনের আবেদন মতো প্রথম ২২ কোম্পানি বাহিনী পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রক। ওই বাহিনী ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছে গিয়েছে। জেলায় জেলায় তারা রুটমার্চ শুরু করে দিয়েছে। পরে কেন্দ্রের তরফে ৮০০ কোম্পানির মধ্যে ৩১৫ কোম্পানি বাহিনী বরাদ্দ করা হয়। ওই বাহিনীও রাজ্যে আসতে শুরু করেছে। নির্বাচন কমিশনের দাবি, এখনও পর্যন্ত ৩৩৭ কোম্পানি বাহিনী দিয়েছে কেন্দ্র। বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে তাদের স্পষ্ট অবস্থান জানা যায়নি। ফলে কোথায়, কত বাহিনী মোতায়েন করা হবে সেই কাজ সম্পূর্ন করা যাচ্ছে না।
গত শুক্রবার বকেয়া ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। কমিশন সূত্রে খবর, গত দু’দিনে ওই বাহিনী পাঠানো নিয়ে কেন্দ্রের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরে আবার চিঠি দিলেন কমিশনার। যদিও কেন্দ্রের একটি সূত্রের দাবি, বাহিনীর ব্যবহার নিয়ে কমিশনের পরিকল্পনা স্পষ্ট নয়। কোন এলাকায় কত বাহিনী ব্যবহার করা হবে তারা তা জানায়নি। অন্য দিকে, বাহিনী মোতায়েন নিয়ে হাই কোর্টে কেন্দ্রীয় সরকারের বক্তব্যও চর্চার মধ্যে উঠে এসেছে। গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) অশোককুমার চক্রবর্তী আদালতকে জানিয়েছিলেন, কমিশনের আবেদন মতো দু'ধাপে ইতিমধ্যে ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তবে বাহিনী মোতায়েনের ক্ষেত্রে ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মডেল অনুসরণ করলে সুবিধা হয়।