(বাঁ দিকে) সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। — ফাইল চিত্র।
রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিলের পদে বসলেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এত দিন তিনি জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল ছিলেন। এর আগে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিলের পদে ছিলেন আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়। এ বার তাঁকে সরানো হল। ওই পদে নতুন নিয়োগ করা হল শীর্ষণ্যকে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য।
সোমবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে শীর্ষণ্যের নিয়োগের কথা জানানো হয়। ২০১০ সাল থেকে আইনজীবী হিসাবে হাই কোর্টে প্র্যাকটিস করছেন তিনি। ২০১৭ সালে জুনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল হিসাবে তাঁকে নিয়োগ করে রাজ্য। দীর্ঘ প্রায় আট বছর ওই পদে ছিলেন কল্যাণ পুত্র। এ বার তাঁকে সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিলের দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ মামলায় সওয়াল করেছেন শীর্ষণ্য। তার মধ্যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি এবং আরজি কর মামলা ছিল অন্যতম। এ ছাড়া সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি, লিপস্ অ্যান্ড বাউন্স, বিধাননগরে বেআইনি হোর্ডিং মামলা, ঝাড়গ্রাম মেডিকেল কলেজে চিকিৎসক মৃত্যুর মতো মামলায় গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের হয়ে লড়াই করেন শীর্ষণ্য।
অমিতেশ আরজি কর-কাণ্ড নিয়ে বিভিন্ন মামলা, চিকিৎসকদের ধর্না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে কুকথা-মামলা, কাঁথিতে সমবায় ব্যাঙ্কের নির্বাচন নিয়ে মামলায় রাজ্যের হয়ে সওয়াল করেছেন। সন্দেশখালির গণধর্ষণ মামলায়ও রাজ্যের হয়ে সওয়াল করেছিলেন তিনি। অমিতেশের বাবা, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইউসি বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডে ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ করে দিয়েছিল।