—প্রতীকী চিত্র।
কয়েক দিন বাদেই পরীক্ষা। পড়াশোনা ফেলে মোবাইলে চ্যাট করছিল মেয়ে। বাবা মোবাইল কেড়ে নিয়ে বকাবকি করায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে একাদশ শ্রেণির ছাত্রী। মৃতার নাম লক্ষ্মী হাজরা (১৭)। বাড়ি সোমপাড়া গ্রামে। শক্তিপুর থানার মণিবালাচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। পরিবারের দাবি, রবিবার বাড়ির শৌচাগারে গিয়ে গলায় ফাঁস দেয় সে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার পড়তে বসে মোবাইলে বন্ধুদের সঙ্গে চ্যাট করছিল লক্ষ্মী। লক্ষ্মী পড়ছে না দেখে বাবা ভগীরথ হাজরা মেয়ের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে বকাবকি করেন। দাবি বাবা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অভিমানে শৌচাগারে গিয়ে গলায় ফাঁস দেয় লক্ষ্মী। দীর্ঘ ক্ষণ শৌচাগারে থাকায় মা ডাকাডাকি শুরু করে। এর পর সাড়া না পেয়ে শৌচাগারের দরজা ভাঙলে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
বাবা ভগীরথ হাজরা বলেন, ‘‘পড়াশোনা করছিল না দেখে মোবাইলটা নিয়ে নিয়েছে। সে জন্য যে এত বড় ঘটনা ঘটাবে, এটা কল্পনাও করিনি।’’