Saline Controversy

স্যালাইনকাণ্ড: মৃত মামণির অসুস্থ শিশুকে ভর্তি করানো হল মেদিনীপুর হাসপাতালে, রেখার শিশুও পর্যবেক্ষণে

মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরফে জানানো হয়েছে, দুই শিশুর চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হয়েছে। গত শুক্রবার মৃত্যু হয়েছে মামণির। রেখার অবস্থা এখন স্থিতিশীল।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ২০:৩১
দুই শিশুকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে রেখে চিকিৎসা চলছে।

দুই শিশুকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে রেখে চিকিৎসা চলছে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রসূতিদের নিয়ে যমে-মানুষে টানাটানি চলছে। এর মধ্যে মেদিনীপুর মেডিক্যাল কলেজে দুই শিশুর শরীর কিছুটা খারাপ হয়েছে। তাদের মধ্যে এক জন মৃত মামণি রুইদাসের, দ্বিতীয় জন রেখা সাউয়ের সন্তান। দু’জনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে রেখে চিকিৎসা চলছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, দুই শিশুর চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হয়েছে। গত শুক্রবার মৃত্যু হয়েছে মামণির। রেখার অবস্থা এখন স্থিতিশীল। তিনি হাসপাতালের জেনারেল বেডে রয়েছেন।

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রেখার সন্তান মেদিনীপুর মেডিক্যাল কলেজের এনআইসিইউ-তে ভর্তি রয়েছে। মামণির মৃত্যুর পরে তাঁর শিশুকে বাড়িতে নিয়ে গিয়েছিল পরিবার। অসুস্থ হয়ে পড়লে সোমবার আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার পরিবারের দাবি, মায়ের দুধ পায়নি বলেই শিশুটির শরীর খারাপ হয়েছে। শিশুটির পিসি রুম্পা দাস বলেন, ‘‘হঠাৎ করে রবিবার রাত থেকে অসুস্থ হয়ে পড়ে শিশুটি। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শিশুটি মায়ের দুধ পায়নি। বাইরের খাবার দিতে হচ্ছে।’’ প্রশাসনের তরফে সোমবার মামনির বাড়িতে গিয়ে শিশুর জন্য খাবার আর মশারি দিয়ে আসা হয়েছে। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী বলেন, ‘‘ওই শিশুদের রক্ত পরীক্ষা হয়েছে। একটি বোর্ড গঠন করে চিকিৎসা চলছে।’’

রেখা, মামণি, মাম্পি সিংহ, মিনারা বিবি, নাসরিন খাতুন— এই পাঁচ প্রসূতি গত বুধবার সন্তান জন্মের পরে অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল। অভিযোগ, স্যালাইন নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা। এর পরেই স্যালাইনের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। রবিবার রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় মাম্পি, মিনারা এবং নাসরিনকে। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ল মৃত মামণি এবং রেখার দুই সদ্যোজাত।

Advertisement
আরও পড়ুন